টস জিতে ব্যাটিংয়ে রংপুর
বিপিএলের এবারের আসরের ২০তম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দুর্দান্ত ফর্মে থাকা রংপুর।
ইতোমধ্যে ছয় ম্যাচে মাঠে নেমে ছয়টিতেই জিতেছে তারা। অন্যদিকে খুলনা চার ম্যাচ খেলে জিতেছে দুটিতে, হারও দুটিতে। রংপুর আজ জিতলে কোয়ালিফায়ারে এক পা দিয়ে খেলবে। অন্যদিকে খুলনা জিতলে তাদের সম্ভাবনাও বাড়বে।
এবারের আসরে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দল দুটি। রংপুর তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। আগের ম্যাচে খেলা আলেক্স হেলসের জায়গা নেওয়া হয়েছে স্টিভেন টেইলরকে। খুলনাও একটি পরিবর্তন এনেছে। উইলিয়ামস বোসিস্টোর জায়গায় এসেছেন আফিফ হোসেন ধ্রুব।
রংপুরের একাদশ:
তাওফিক খান, স্টিভেন টেইলর, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, নুরুল হাসান (অধিনায়ক), মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রেজাউর রহমান রাজা, নাহিদ রানা ও আকিফ জাভেদ।
খুলনা টাইগার্সের একাদশ:
দারবিশ রসুলি, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাওয়াজ, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ।
ঢাকা/আমিনুল