ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

খুশদীল ঝড়ে রংপুরের স্কোরবোর্ডে ‘হাসি’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:৪৪, ১৩ জানুয়ারি ২০২৫
খুশদীল ঝড়ে রংপুরের স্কোরবোর্ডে ‘হাসি’

ছয় ম্যাচে কোনো হার নেই রংপুর রাইডার্সের। প্রতিপক্ষ হিসেবে সামনে যে-ই এসেছে তাদের স্রেফ উড়িয়ে দিয়েছে তারা। মুখোমুখি লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। দুই দলের প্রথম দেখা এবারই। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে অবশ্য রংপুর ঠিক রংপুরের মতো করে আগাতে পারছিল না। মান রাখতে পারছিল না। টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় এলোমেলো লাগছিল তাদের স্কোরবোর্ড। 

এর বড় কারণ তাদের বিদেশি ওপেনার অ্যালেক্স হেলসের অনুপস্থিতি। বিপিএল পর্ব রাঙিয়ে হেলস এখন সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে। তার শূন্যতা শুরুতে টের পেয়েছে বিপিএলের সাবেক চ্যাম্পিয়নরা। 

আরো পড়ুন:

১০.৩ ওভারে রংপুরের রান ৩ উইকেটে ৭০। পরের চার ওভারে কোনো উইকেট না হারলেও যোগ হয় মাত্র ৩৫ রান। ১৪ ওভারে দলের রান ১০৫। সেখান থেকে ঘুরে দাঁড়ানো শুরু। পরের ৬ ওভারে রীতিমত তান্ডব চালিয়ে খুশদীল শাহ স্কোরবোর্ডে হাসি ফিরিয়েছেন। 

বাঁহাতি ব্যাটসম্যান ৩৫ বলে ৭৩ রান করেন ৪ চার ও ৬ ছক্কায়। ২০৮.৫৭ স্ট্রাইক রেটে সাজানো ইনিংস দিয়ে রংপুরের পুঁজিতে রান ৫ উইকেটে ১৮৬। তাকে যোগ্য সঙ্গ দেওয়া ইফতেখার আহমেদ ৩৬ বলে ৫ চারে ৪৩ রান করেন। এই দুই পাকিস্তানি ক্রিকেটার ৫৭ বলে ১১৫ রানের জুটি গড়েন। তাতেই পার্থক্য তৈরি হয়।

১৫তম ওভারে নাসুমকে চারটি ছক্কা হাঁকান খুশদীল। তার ওই ওভারেই রংপুরের বড় স্কোরের পথে হাঁটা শুরু হয়। পরের ওভারে আবু হায়দারকে একটি করে ছক্কা ও চার উড়ান। 

হেলসের পরিবর্তে ওপেনিংয়ে এসেছিলেন যুক্তরাষ্ট্রের টেলর। কিন্তু ৮ বলে ১টি করে চার ও ছক্কায় ১৩ রান করেন। আরেক ওপেনার তৌফিক খান ৩০ বলে ৩৬ রান করেন ৪ চার ও ১ ছক্কায়। তিনে নামা সাইফ হাসান মাত্র ৭ রান করে বোল্ড হন হাসান মাহমুদের বলে। এরপর ইফতেখার ও খুশদীলের দায়িত্বশীল ইনিংসে বড় পুঁজি পেয়েছে রংপুর। এবার বোলারদের পালা জয়ের ধারাবাহিকতা ধরে রাখার। 

বল হাতে খুলনার হয়ে আবু হায়দার রনি ও হাসান মাহমুদ ২টি করে উইকেট নেন। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট