১০ বছর পর রঞ্জি ট্রফিতে খেলবেন রোহিত!
বর্ডার-গাভাস্কার সিরিজটি ভুলে যেতে চাইবেন রোহিত শর্মা। যেটি তার কেটেছে দুঃস্বপ্নের মতো। যেখানে তিনি তিন টেস্ট খেলে রান করেছিলেন মাত্র ৩১টি। সিরিজ শেষে অনেকেই রোহিত ও বিরাট কোহলিকে পরামর্শ দিয়েছিলেন রঞ্জি ট্রফিতে খেলতে।
এবার সেই পথেই কি হাঁটছেন রোহিত? ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, মুম্বাইর রঞ্জি ট্রফি দলের সঙ্গে অনুশীলন করতে চেয়েছেন ভারতের অধিনায়ক। যাতে করে তিনি তার টেস্টের ফর্ম ফিরে পান।
এ বিষয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা বলেছেন, ‘‘মুম্বাইর রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করতে আগ্রহ প্রকাশ করেছেন রোহিত। তিনি এ বিষয়ে প্রধান কোচ ওমকার সালাভির সঙ্গে যোগাযোগ করেছেন এবং জানতে চেয়েছেন রঞ্জি ট্রফির পরবর্তী ম্যাচের জন্য কবে থেকে তারা অনুশীলন শুরু করবে। পরের ম্যাচ শুরু হতে এখনও দশদিন বাকি।’’
আগামী ২৩ জানুয়ারি রঞ্জি ট্রফির পরবর্তী রাউন্ড শুরু হবে। সেক্ষেত্রে আজ মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবে মুম্বাই। আর মুম্বাইর অনুশীলনে দেখা যেতে পারে রোহিতকে।
অবশ্য ২০১৫ সালের পর রোহিতকে আর রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যায়নি। দশ বছর পর রোহিত কি তাহলে রঞ্জি ট্রফিতে খেলবেন? অবশ্য মুম্বাইর হাতে যথেষ্ট সময় আছে পরবর্তী ম্যাচগুলোর জন্য দল নির্বাচন করার। এখন দেখার বিষয় রোহিত সেই দলে থাকেন কিনা।
ঢাকা/আমিনুল