ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

আসিফের নির্দেশনায় নারী দলের সফর থেকে বাদ সরকারের দুই প্রতিনিধি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:১৩, ১৪ জানুয়ারি ২০২৫
আসিফের নির্দেশনায় নারী দলের সফর থেকে বাদ সরকারের দুই প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের সঙ্গে যুক্ত হওয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুই প্রতিনিধিকে বাদ দেওয়া হয়েছে। তাদের খরচের ভার বহন করার দায়িত্ব ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের নির্দেশে তাদের বাদ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাইজিংবিডি ডটকমকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

তিনি বলেন, “এটা আমাদের নজরে আসছে। আমাদের ক্রীড়া উপদেষ্টার নির্দেশনা হচ্ছে, যখন কোনো ফেডারেশনের টিম বিদেশে যাবে, যারা পেশাদার, তারাই যাবে। পেশাদার-সম্পৃক্ত যারা, তাদের বিদেশ পাঠাতে হবে। ওয়েস্ট ইন্ডিজে যে দুজন কর্মকর্তা অন্তর্ভুক্ত ছিলেন, তাদের বাদ দিয়ে নতুন করে পাঠিয়েছি।”

আরো পড়ুন:

প্রত্যেক সফরের আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সরকারি অনুমতি (জিও) নিতে হয়। সেই হিসেবে নারী দলের জন্য ৩০ সদস্যের জিও নেওয়া হয়। সেখানে নাম ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ক্রীড়া-১ অনুবিভাগ) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের ডকুমেন্টেশন কাম লিয়াজোঁ অফিসার মো. রুহুল আমিনের।

এই দুজনকে বাদ দিয়ে ইতোমধ্যে নতুন করে জিও পাঠিয়েছে মন্ত্রণালয়। বিসিবির সফরে কীভাবে তারা যুক্ত হলেন, এমন প্রশ্নে জাহেদী রাইজিংবিডি ডটকমকে বলেন, “যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রত্যেকটা ফেডারেশনের ‘ওয়াচডগ’। তাদের সহায়তার জন্য সেটা দেওয়া হয়েছিল।”

বিসিবি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, ক্রিকেট দলের সঙ্গে এমন কেউ যুক্ত হতে পারেন কি না, এমন প্রশ্নে জাহেদী বলেন, “স্বায়ত্বশাসিত হলেও প্রত্যেকটা ফেডারেশনের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এখতিয়ারাধীন। আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে বাদ দিয়েছি।”

এদিকে, বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশ মানতে তারা বাধ্য। তিনি বলেন,  “একটা চিঠি এসেছে মন্ত্রণালয় থেকে। মন্ত্রণালয় থেকে নির্দেশ আসলে বাস্তবায়িত করতে হবে। নির্দেশ আসলে আমাদের মানতে হবে। বিসিবি চায়নি, এটা মন্ত্রণালয় থেকে পাঠিয়েছে।”

ঢাকা/রিয়াদ/আমিনুল/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়