আইসিসির মাসসেরা বুমরাহ
আইসিসির ডিসেম্বর মাসের সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার ড্যান প্যাটারসনকে।
অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন বুমরাহ। ডিসেম্বর মাসে তিন ম্যাচে তিনি নিয়েছিলেন ২২ উইকেট। গড় ছিল ১৪.২২।
অ্যাডিলেড টেস্টে বুমরাহ নিয়েছিলেন ৪ উইকেট। এরপর ব্রিসবেন ও মেলবোর্ন টেস্টে নিয়েছিলেন ৯টি করে উইকেট। এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে মাসসেরা হওয়ার আগের ভারতের খেলোয়ারদের মধ্যে সর্বোচ্চ রেটিং পেয়ে রেকর্ড গড়েছিলেন। এছাড়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে বলের হিসেবে চতুর্থ দ্রুততম ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন।
বুমরাহর পাশাপাশি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন বর্ডার-গাভাস্কার ট্রফিতে। তাতে দীর্ঘ ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফি ৩-১ ব্যবধানে জিতে অজিরা। কামিন্স ডিসেম্বরে ৩ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট, গড় ১৭.৬৪। অ্যাডিলেডে টেস্টে করেছিলেন সেরা বোলিং পারফরম্যান্স, ৫৭ রানে নিয়েছিলেন ৫ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ভর করে অস্ট্রেলিয়া পেয়েছিল ১০ উইকেটের বড় জয়। এছাড়া মেলবোর্ন টেস্টে ব্যাট হাতে দুই ম্যাচে করেছিলেন ৪৯ ও ৪১ রান। আর উইকেট নিয়েছিলেন ৬টি।
আর ড্যান প্যাটারসন ডিসেম্বরে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। দুই টেস্টে নিয়েছিলেন ১৩ উইকেট, গড় ছিল ১৬.৯২।
ঢাকা/আমিনুল