ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

রোহিত-গিলের পর পন্তও রঞ্জি ট্রফিতে, কোহলির কী খবর?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:২৭, ১৫ জানুয়ারি ২০২৫
রোহিত-গিলের পর পন্তও রঞ্জি ট্রফিতে, কোহলির কী খবর?

রোহিত শর্মা মুম্বাইর রঞ্জি ট্রফির দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। শুভমান গিলও পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির পরের রাউন্ড খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আজ বুধবার (১৫ জানুয়ারি, ২০২৫) জানা গেল ঋষভ পন্তও রঞ্জি ট্রফিতে খেলবেন। তিনি ইতোমধ্যে দিল্লিকে জানিয়ে দিয়েছেন যে, রঞ্জি ট্রফিতে খেলতে তিনি উন্মুক্ত। শিগগিরই তিনি রাজকোটে দলের সঙ্গে যোগ দিবেন। ২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিপক্ষে খেলবে দিল্লি। পন্ত সবশেষ ২০১৭-২০১৮ মৌসুমে খেলেছিলেন রঞ্জি ট্রফিতে।

পন্তের খেলার আগ্রহ প্রকাশ করার বিষয়ে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অশোক শর্মা বলেছেন, ‘‘হ্যাঁ, পন্ত খেলার আগ্রহের কথা জানিয়েছে। সে খেলার জন্য প্রস্তুত। রাজকোটে দলের সঙ্গে সরাসরি যোগ দিবে সে।’’

রোহিত-গিল-পন্ত রঞ্জিতে ফেরার আগ্রহ দেখালেও বিরাট কোহলির বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও ক্রিকেটবোদ্ধারা রোহিত ও কোহলিকে বলেছিলেন ঘরোয়া ক্রিকেট খেলতে। কোহলি ২০১২ সালের পর আর কখনো খেলেননি রঞ্জি ট্রফিতে।

আরো পড়ুন:

কোহলির বিষয়ে অশোক বলেছেন, ‘‘কোহলির বিষয়ে বলতে গেলে, আমরা চাচ্ছিলাম সে খেলুক। কিন্তু তার পক্ষ থেকে কোনো সাড়া পাইনি এখনও। যেহেতু হরষিৎ রানা ইংল্যান্ডের বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজের দলে আছে, সেহেতু তাকে পাওয়া যাবে না।’’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়