ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:০৮, ১৬ জানুয়ারি ২০২৫
টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

বিপিএলের চট্টগ্রাম পর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। আজ বৃহস্পতিবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। দুপুর দেড়টায় শুরু হয়েছে ম্যাচটি।

টানা পাঁচ ম্যাচ হেরে ষষ্ঠ ম্যাচে রেকর্ড রান করে জয় পায় ঢাকা। সেই মোমেন্টাম ধরে রেখেই আজ বরিশালের বিপক্ষেও ভালো করতে চায় তারা। অন্যদিকে পাঁচ ম্যাচ খেলে তিনটিতে জেতা বরিশালও আছে জয়ের খোঁজে। সবশেষ ম্যাচে তারা হেরেছিল দুর্দান্ত ফর্মে থাকা রংপুরের কাছে।

ঢাকা অবশ্য তাদের উইনিং একাদশে দুটি পরিবর্তন এনেছে। আগের ম্যাচে খেলা রিয়াজ হাসান ও মুকিদুল ইসলাম মুগ্ধর পরিবর্তে একাদশে এসেছেন জেপি কোটজে ও চতুরঙ্গ ডি সিলভা।

আরো পড়ুন:

বরিশালও তাদের একাদশে একাধিক পরিবর্তন এনেছে। আগের ম্যাচে খেলা কাইল মায়ার্স আজ সুযোগ পাননি দলে। তাছাড়া শাহীন শাহ আফ্রিদি ও  রিশাদ হোসেনও নেই একাদশে। দলে এসেছেন ডেভিড মালান, রিপন মন্ডল ও মোহাম্মদ নবী।

ঢাকার একাদশ:
তানজিদ হাসান তামিম, লিটন দাস, সাব্বির রহমান, জেপি কোটজে, মুনিম শাহরিয়ার, চতুরঙ্গ ডি সিলভা, থিসারা পেরেরা (অধিনায়ক), ফরমানুল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহী ও মোস্তাফিজুর রহমান।

চট্টগ্রামের একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিপন মন্ডল, ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী, তানভীর ইসলাম ও জাহানদাদ খান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়