রাজশাহীর মালিকানা বাতিলের প্রস্তাব!
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম
দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের পারিশ্রমিক জটিলতা এখনও কাটেনি। বিসিবি আজকের ‘ব্যাংকিং আওয়ার’ নির্ধারণ করে দিয়েছে দুর্বার রাজশাহীকে। খেলোয়াড়দের পারিশ্রমিকের ২৫ শতাংশ নগদ পরিশোধ করতে না করলে বিসিবি তাদের ফ্র্যাঞ্চাইজি লিগের মাঝপথেই বাতিল করবে।
নিজেদের মালিকানায় বিসিবি দলটি পরিচালনা করবে সেই সিদ্ধান্তও হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক সূত্র রাইজিংবিডিকে এ খবর নিশ্চিত করেছে। দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি আশ্বাস দিয়েছেন, বিকেলেই খেলোয়াড়রা পেয়ে যাবেন পারিশ্রমিক।
তার ভাষ্য, ‘‘এটা সত্য যে আমাদের পারিশ্রমিক ২৫ শতাংশ এখনও হয়নি। এরই মধ্যে সংবাদমাধ্যমে এসেছে। আমাদের দলের পক্ষ থেকেও বার্তা দেওয়া হয়েছে। গতকাল বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আমাদের খুব সৌর্হাদ্যপূর্ণ একটা বৈঠক হয়েছে। তিনি আমাদের মালিকের সঙ্গেও কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন আজকের মধ্যে ২৫ শতাংশ পারিশ্রমিক নগদে হবে। আরও ২৫ শতাংশ অর্থ চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেই দেবে বলেছে।’’
দুর্বার রাজশাহীর একাধিক ক্রিকেটারের সঙ্গে কথা বলে রাইজিংবিডি নিশ্চিত হয়েছে, তাদেরকে ১৯ জানুয়ারির একটি চেক দেওয়া হয়েছে গতকাল রাতে। সেটা পারিশ্রমিকের ২৫ শতাংশ। আর আজ বিকেলে তারা ২৫ শতাংশ পারিশ্রমিক পাবেন। তবে আজকের নগদ অর্থ তারা হাতে না পেলে বিসিবি দলটির বিরুদ্ধে সরাসরি ‘অ্যাকশনে’ যাবে।
সেই ‘অ্যাকশন’ হচ্ছে, মালিকানা বাতিল। বিসিবি ও ফ্র্যাঞ্চাইজির চুক্তি অনুযায়ী, বিসিবি চাইলেই যেকোনো সময়ে মালিকানা বাতিল করতে পারবে। লিগের মাঝপথে কোনো মালিকানা পাওয়া যাবে না। এজন্য বিসিবি নিজেই দল পরিচালনা করবে।
টাকা পাওয়ার আশ্বাস পেয়ে আজ সকাল ১০টায় অনুশীলন করেছেন দুর্বার রাজশাহীর খেলোয়াড়েরা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করে দুর্বার রাজশাহী। যেখানে ছুটি নিয়ে কেবল ছিলেন না তাসকিন আহমেদ। বাকিরা ঘাম ঝরালেও আগামীকালের ম্যাচের আগে তাদের যেরকম প্রাণবন্ত থাকার কথা ছিল তেমন ছিলেন না।
যদিও মেহরাব হোসেনের চোখে এমন কিছু ধরা পড়েনি, ‘‘আমার মনে হয় গতকাল রাতের পর থেকে ক্রিকেটাররা আশ্বস্ত হয়েছে এবং মানসিকভাবেও তারা ভালো অবস্থায় আছে। তারা সবাই ফুরফুরে মেজাজে আছে। ভালোভাবে অনুশীলন করছে।’’
এ প্রতিবেদন লিখা পর্যন্ত এখন পর্যন্ত কোনো টাকাই পাননি ক্রিকেটাররা। বিসিবি সূত্র বলছে, রাজশাহীর এমন কর্মকাণ্ডে স্রেফ বিরক্ত ফারুক আহমেদ। এজন্য কর্তৃপক্ষকে আজকের আল্টিমেটাম দিয়েছে তারা।
চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল