মাঠে থাকা তামিমের পুরস্কার কেন নিলেন শান্ত?
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম
নিজের শহরে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দারুণ এক ফিফটি হাঁকিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তামিম ইকবাল। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। কিন্তু পুরস্কার বিতরণী মঞ্চে তাকে পাওয়া যায়নি। তার ম্যাচসেরার পুরস্কার ও অধিনায়কত্বের দায়িত্বের কাজ সামলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
শান্ত কেন পুরস্কার নিয়েছেন সেই উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, বিসিবি সভাপতি ফারুক আহমেদের আসতে দেরি হওয়ায় তামিম ড্রেসিংরুমে উঠে যান। সেখানে উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে রাইজিংবিডি নিশ্চিত হয়েছে, বিসিবি প্রধান ফারুক আহমেদ পুরস্কার বিতরণী মঞ্চে আসতে দেরি করায় তামিম অপেক্ষা করতে চাননি। শান্তকে ড্রেসিংরুম থেকে পাঠান তার প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার নিতে। এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিক কোনো বক্তব্য কারও কাছ থেকে পাওয়া যায়নি।
তামিম ম্যাচ শেষে লম্বা সময় মাঠে কাটিয়েছেন। ছেলে আরহাম ইকবাল আজ বাবার খেলা দেখেছেন মাঠে বসে। বাবা জিতেছেন, ফিফটি করেছেন তাতে দারুণ খুশি আরহাম। ছেলেকে নিয়ে তামিম মাঠে ঘুরেছেন। ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়েছেন। মোস্তাফিজুর রহমানদের সঙ্গে তুলেছেন ছবি। এরপর ড্রেসিংরুমে উঠে যান।
পরবর্তীতে পুরস্কার বিতরণী পর্ব শেষে বেরিয়ে মাঠের উল্টো দিকে সংবাদ সম্মেলনে আসেন। সেখানে এসব নিয়ে কোনো প্রশ্ন হয়নি। তাই তামিমের কথাও জানা যায়নি। ফিফটি করে ছেলের মুখে হাসি ফোটানোয় খুশি তামিম, ‘‘ও ঢাকা থেকে আসছে খেলা দেখার জন্য। ও হ্যাপি যে, ও একটা ভালো খেলা দেখতে পেরেছে।’’
ঢাকার দেওয়া ১৪০ রানের লক্ষ্য তামিমরা ছুঁয়ে ফেলে ৮ উইকেট হাতে রেখে, ১৬ ওভারে। সহজে জিতেও তামিমের কিছুটা আক্ষেপ থেকে গেছে, ‘‘আমার কাছে মনে হয় আমাদের মাঝে আরেকটু দ্রুত খেলা দরকার ছিল। তাহলে হয়তবা.. ১৪ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম, আমাদের হাতে উইকেট ছিল। আমার কাছে মনে হয় এই একটা ট্রিক আমরা মিস করেছি। বাকিটা বলতে গেলে ব্যাটিংটা ঠিক আছে।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল