ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

খালেদের মায়ের প্রতি শোক প্রকাশ করে লড়াইয়ে চিটাগং-রংপুর 

ক্রীড়া প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ১৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:১১, ১৭ জানুয়ারি ২০২৫
খালেদের মায়ের প্রতি শোক প্রকাশ করে লড়াইয়ে চিটাগং-রংপুর 

সব ঠিক থাকলে আজ রাতে রংপুর রাইডার্সের বিপক্ষে বল হাতে তোপ দাগার কথা ছিল চিটাগং কিংসের পেসার খালেদ আহমেদের। কিন্তু মায়ের মৃত্যুতে তার পৃথিবী ওলট-পালট হয়ে যায়। খালেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে মাঠে নেমেছে চিটাগং কিংস-রংপুর রাইডার্স।

শুক্রবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লড়াইয়ে নামে দুই দল। টস হেরে ব্যাটিং করছে রংপুর রাইডার্স। খালেদের পরিবর্তে চিটাগং একাদশে সুযোগ দিয়েছে মারুফ মৃধাকে।

এর আগে গতকাল রাতে ম্যাচ শেষে হোটেলে ফিরে মায়ের মুত্যুর খবর জানতে পারেন খালেদ। মাঠে খেলছিলেন বলে সেই খবর তাকে জানানো হয়নি।

আরো পড়ুন:

চিটাগং কিংসের অফিসিয়াল পেইজ থেকে জানানো হয়, “সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা থাকল। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে জায়গা করে দেন।”

পাঁচ ম্যাচে আট উইকেট নিয়ে এখনও পর্যন্ত চিটাগং কিংসের দ্বিতীয় সফলতম বোলার খালেদ। জাতীয় দলের হয়ে ১৫ টেস্ট ও দুই ওয়ানডে খেলা খালেদকে ছুটি দিয়েছে দলটি। কঠিন এই মুহূর্তে খালেদের পাশে রয়েছে চিটাগং।

ঢাকা/রিয়াদ/নাভিদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়