১৫ ম্যাচ পর অ্যাটলেটিকোর হার

সবশেষ গেল বছরের ১ নভেম্বর হারের স্বাদ পেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপর সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৫ ম্যাচ জিতেছিল তারা। অবশেষে তাদের জয়ের মিছিলে পরাজয়ের স্বাদ গুজে দিলো লিগানেস। শনিবার (১৮ জানুয়ারি, ২০২৫) রাতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকোকে হারিয়েছে ১-০ গোলের ব্যবধানে।
এই হারে অ্যাটলেটিকোর শীর্ষস্থানও নড়বড়ে হয়ে গেল। রিয়াল মাদ্রিদ তাদের পরবর্তী ম্যাচে লাস পালমাসকে হারালে অ্যাটলেটিকোকে পেছনে ফেলে শীর্ষে উঠে যাবে রিয়াল। ২০ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো আছে শীর্ষে। আর ১৯ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে রিয়াল আছে দ্বিতীয় স্থানে। ২০ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান তৃতীয়তে।
লিগানেসের বিপক্ষের ম্যাচে অবশ্য প্রভাব বিস্তার করে খেলেছিল অ্যাটলেটিকো। ম্যাচের ৬০ শতাংশ বলের দখল ছিল তাদের কাছে। অ্যাটলেটিকোর নেওয়া তিনটি শট বারে লেগে ফিরে আসে। আরও দুটি নিশ্চিত গোলের সুযোগ মিস করে তারা। এমনকি ৯০ মিনিটে পেনাল্টি পেয়ে ম্যাচে সমতা ফেরানোর সুযোগটিও কাজে লাগাতে পারেনি তারা। সেটার মূল্য অবশ্য তাদের দিতে হয়েছে ১-০ ব্যবধানে হেরে।
ম্যাচের ৪৯ মিনিটে কর্নার পায় লিগানেস। কর্নার থেকে দানি রাবার পাঠানো ক্রসে হেড নিয়ে জালে জড়ান মাতিজা নাস্তাসিক। বাকি সময়ে তার এই গোলটি আর শোধ দিতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। পারেনি হারও এড়াতে।
ঢাকা/আমিনুল