ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

টসে জিতে ব্যাটিংয়ে খুলনা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৫০, ১৯ জানুয়ারি ২০২৫
টসে জিতে ব্যাটিংয়ে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) আজ রোববারের (১৯ জানুয়ারি, ২০২৫) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী এবং খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হয়েছে দুই দল।

এবারের বিপিএলে এটি হতে যাচ্ছে এই দুই দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচ। বিপিএলের দ্বিতীয় পর্বে (সিলেট) আগের দেখায় খুলনাকে ২৮ রানে হারিয়েছে এনামুল হক বিজয়ের রাজশাহী।

এবারের আসরের প্রথম থেকেই পারিশ্রমিক নিয়ে সোচ্চার ছিল রাজশাহী। এমনকি পারিশ্রমিক না পেলে চিটাগং পর্বে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছিল দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা। তবে পারিশ্রমিকের কিছু অংশ পেয়েই সর্বশেষ ম্যাচে সিলেটকে ৬৫ রানে বিধ্বস্ত করে দিয়েছিল তাসকিন আহমেদরা।

আরো পড়ুন:

অন্যদিকে প্রতিশ্রুতিশীল দল গড়েও এবারের  আসরে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে আছে মিরাজের খুলনা। ৭ ম্যাচ শেষে (-০.২৬৭) রান রেটে ২ জয় নিয়ে ধুকছে দলটি। অন্যদিকে তুলনামূলক দুর্বল বোলিং লাইন-আপ নিয়েও (-১.৩২৯) রান রেটে ৩ জয় নিয়ে টেবিলের ৪ নম্বরে আছে রাজশাহী।

এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে খেলছে খুলনা। গত ম্যাচে খেলা ইংলিশ ওপেনার ডম সিবলির পরিবর্তে দলে এসেছেন উইলিয়াম বোসিস্টো এবং আরেক বিদেশি দারউইশ রসুলির পরিবর্তে দলে এসেছেন অ্যালেক্স রস। তাছাড়া সবশেষ ম্যাচে বিপিএলে অভিষেক হওয়া মাহফুজুর রহমান রাব্বির পরিবর্তে দলে ঢুকেছেন পেসার রুবেল হোসেন। 

অন্যদিকে অপরিবর্তিত দল নিয়ে খেলতে নেমেছে রাজশাহী।   
     

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়