ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

প্লে’অফের আশা ছাড়ছে না ঢাকা

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ২০ জানুয়ারি ২০২৫  
প্লে’অফের আশা ছাড়ছে না ঢাকা

নয় ম‌্যাচে মাত্র দুই জয়। এখনও তিন ম‌্যাচ বাকি। বিপিএলের প্লে’অফ নিশ্চিতে তিন ম্যাচই জিততে হবে ঢাকা ক‌্যাপিটালসকে। যদি তিন ম‌্যাচ জিতে তাহলে পাঁচ জয় নিয়ে পয়েন্ট হবে ১০।

১০ পয়েন্ট হলেই যে প্লে’অফ নিশ্চিত হবে তেমনটা নয়। অন‌্য দলগুলোর সমীকরণকেও মাথায় রাখতে হবে। তবে আশা এখনই ছাড়ছে না ঢাকা ক‌্যাপিটালস। বিপিএলের নবাগত দলটি শেষ চারের আশাতেই শেষ তিন ম‌্যাচ মাঠে নামবে বলে জানালেন দলের অধিনায়ক থিসারা পেরেরা। সোমবার (২০ জানুয়ারি, ২০২৫) অলরাউন্ড পারফরম্যান্সে পেরেরা ঢাকাকে জিতিয়েছেন। ম‌্যাচসেরার পুরস্কার নিয়ে আসেন সংবাদ সম্মেলনে।

সেখানে দলের প্লে’অফের সম্ভাবনার কথা জানাতে গিয়ে পেরেরা বলেছেন, ‘‘আমি খুবই খুশি। কয়েকটি ম্যাচ হারার পর এই জয়টি আমাদের দরকার ছিল। সামনের পরিস্থিতি নিয়ে কেউ কিছু বলতে পারে না। সামনে তিনটি ম্যাচ যদি জিততে পারি, ১০ পয়েন্ট হবে। ক্রিকেটে কী হয়, কেউ বলতে পারে না। এজন্যই ক্রিকেট খেলাটা দারুণ। আজকের জয় নিয়ে আমি খুশি।”

আরো পড়ুন:

“আমরা যদি এভাবে খেলতে থাকি… এই দলের সম্ভাবনা আমি জানি। ১০ পয়েন্ট হয়ে গেলে যে কোনো কিছুই হতে পারে। এভাবে খেলতে থাকলে আমাদের ভালো সুযোগ আছে।” – যোগ করেন ঢাকার অধিনায়ক।

সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানে হারিয়েছে ঢাকা। আগে ব‌্যাটিং করতে নেমে ঢাকা ৬ উইকেটে ১৯৬ রান করে। সিলেট দারুণ জবাব দেওয়ার পরও ১৯০ রানের বেশি করতে পারেননি। শেষ দিকে ব‌্যাটিংয়ে নেমে ১৭ বলে ৩৭ রান করেন থিসারা। পরবর্তীতে বল হাতে পান ২ উইকেট। ক‌্যাচ নিয়েছেন ১টি। পারফেক্ট দিন কাটিয়ে ম‌্যাচসেরা হয়েছেন। লিটনের সঙ্গে তার ২৮ বলে ৮১ রানের জুটিতে ঢাকার ইনিংসের চিত্র পাল্টে যায়।

ম্যাচ নিয়ে থিসারার ব‌্যাখ‌্যা, ‘‘ম্যাচের শুরুতে উইকেট ব্যাটিংয়ের জন্য একটু কঠিন ছিল। এজন্য আমরা উইকেট ধরে রেখেছি। মৌলিক কাজ করে গেছি। ব্যাটিং লাইন আপের পরের দিকে তো আমাদের পাওয়ার হাউজ আছেই। আগের দিনও খেয়াল করেছিলাম, দিনের ম্যাচে উইকেট মন্থর থাকে। আমরা ১৬০ রানের কথা ভাবছিলাম। সঠিক লেংথে বল করলে এটা ১৬০ রানের উইকেট। লিটনকে এটাই বলেছিলাম যে, কোনো ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই, নিজেদের জোনে বল পেলে শট খেলা যাবে।”

চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়