ভারতকে জিতিয়ে অনন্য রেকর্ডে তিলক
সতীর্থরা সাজঘরে থেকে আসছেন আর যাচ্ছেন। তবে অপরপ্রান্তে অবিচল তিলক ভার্মা। দেখে মনে হচ্ছিল তার আস্থায় কোনভাবেই চিড় ধরানো সম্ভব নয় ইংল্যান্ডের বোলিং আক্রমণ দ্বারা। ঠিক হলোও তাই। এই বাঁহাতি বিধ্বংসী ব্যাটসম্যানের বীরত্বে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে ভারত।
শনিবার (২৫ জানুয়ারি, ২০২৫) চেন্নাইয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ১৬৫ রান করে ইংল্যান্ড। জবাবে ৪ বল আগেই জয় নিশ্চিত করে ভারত। এতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। তিলক খেলেন অনবদ্য ৭২ রানের এক ইনিংস। এই অবিশ্বাস্য ইনিংস খালার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটানা অপরাজিত থেকে রান তোলায় বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এখনও পর্যন্ত আউট না হয়ে ৩১৮ রান সংগ্রহ করেছেন ভারতের বাঁহাতি ব্যাটসম্যান!
এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের দখলে। তিনি আউট না হয়ে ২৭১ রান করেছিলেন। এরপর তালিকায় আছেন ভারতের আরেক ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার (২৪০), অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ (২৪০) এবং ডেভিড ওয়ার্নার (২৩৯)।
তিলকের আগের তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইনিংসেও অপরাজিত ছিলেন। এই তিন ইনিংসে এই বাঁহাতি ব্যাটসম্যানের রান যথাক্রমে ১৯*, ১২০* এবং ১০৭*। ইংল্যান্ডের বিপক্ষে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলে নিজের নাম রেকর্ডের বুকে তুলেন।
ম্যাচ শেষে এই ২২ বছর বয়সী ব্যাটসম্যান জানান তিনি মানসিক ভাবে তৈরি ছিলেন শেষ পর্যন্ত খেলার। তিলক বলেন, “আমি নিজেকে বলেছিলাম, শেষ পর্যন্ত টিকে থাকব। ম্যাচ শেষ করে আসতে চেয়েছি। গম্ভীর স্যরের (ভারতের প্রধান কোচ) সঙ্গে গত ম্যাচে আমার কথা হয়েছিল। তাকে বলেছিলাম, দলের চাহিদা অনুযায়ী আমি খেলতে পারি। দরকারে ওভারে ৬,৭ রান নিতে পারি। আবার দরকারে ১০,১২ রানও নিতে পারি। গম্ভীর স্যর এই ম্যাচে আমাকে সেটাই করে দেখাতে বলল। সেটা মাথায় রেখেই খেলেছি।”
ঢাকা/নাভিদ