ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিদেশি ছাড়া ব্যাটিংয়ে ধুকল রাজশাহী, পেল মামুলি সংগ্রহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:৪৩, ২৬ জানুয়ারি ২০২৫
বিদেশি ছাড়া ব্যাটিংয়ে ধুকল রাজশাহী, পেল মামুলি সংগ্রহ

পারিশ্রমিক বুঝে না পাওয়ায় দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা রংপুর রাইডার্সের বিপক্ষের আজকের (২৬ জানুয়ারি, ২০২৫) ম্যাচটি বয়কট করেন। তাই বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমতি নিয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে রাজশাহী মাঠে নামে কেবল দেশি ক্রিকেটারদের নিয়ে। কিন্তু বিদেশিদের ছাড়া আগে ব্যাট করতে নেমে নিদারুণ ধুকল তারা। ৯ উইকেট হারিয়ে সংগ্রহ পেয়েছে মাত্র ১১৯ রানের। জিততে রংপুরকে করতে হবে ১২০ রান।

টস হেরে ব্যাট করতে নেমে ৬৭ রানেই রাজশাহী হারিয়ে বসে ৭ উইকেট। সেখান থেকে তাদের সংগ্রহ ১১৯ পর্যন্ত যায় সানজামুল ইসলামের ব্যাটে। তিনি ২৯ বলে ৪টি চারে অপরাজিত ২৮ রানের ইনিংস খেলেন। তার সঙ্গে অবদান রাখেন উইকেটরক্ষক ব্যাটসম্যান আকবর আলী। তিনি ২ চারে করেন ১৯ রান। এছাড়া তাসকিন আহমেদ ১৩, এনামুল হক ১৩, সাব্বির হোসেন ১১ ও মৃত্যুঞ্জয় চৌধুরী ১০ রানের ইনিংস খেলে অবদান রাখেন।

আরো পড়ুন:

বল হাতে রংপুরের সেরা ছিলেন খুশদীল শাহ। তিনি ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। আকিফ জাভেদ ৪ ওভারে ২১ রান দিয়ে ২টি ও মোহাম্মদ সাইফুদ্দিন ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ২টি উইকেট।

৯ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার রংপুর। অন্যদিকে ১০ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রাজশাহী। আজ জিতলে প্লে’অফের সম্ভাবনা আরও জাগবে তাদের। হেরে গেলে কমবে আরও।

প্রথম দেখায় দারুণ পারফরম্যান্স করে দুর্দান্ত ফর্মে থাকা রংপুরকে প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছিল রাজশাহী। আজ দ্বিতীয় দেখায় মামুলি সংগ্রহ নিয়ে রংপুরকে আরও একটি পরাজয়ের স্বাদ দিতে পারে কিনা দেখার বিষয়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়