ব্রাজিলকে উড়িয়ে দেওয়া আর্জেন্টিনাকে রুখে দিল কলম্বিয়ার

আগের ম্যাচেই ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা। যা এই দুই দলের যে কোন স্তরের ফুটবলে সবচেয়ে বড় ব্যবধানে নিষ্পত্তি হওয়া ম্যাচ। উড়তে থাকা আলবিসেলেস্তারা পরের ম্যাচেও হেসেখেলেই জিতবে- এমনটাই ধারনা ছিল সমর্থকদের। তবে সবাইকে অবাক করে দিয়ে মঙ্গলবার (২৬ জানুয়ারি, ২০২৫) দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা।
মঙ্গলবার মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে ম্যাচের প্রথম গোলটা করে কলম্বিয়াই। আসরের অন্যতম ফেবারিট এই দলকে ৩৩ মিনিটে অস্কার পেরেরা এগিয়ে দেন। যদিও এই লিড ৩ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। তরুণ তারকা ক্লদিও এচেভেরির গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। এর আগে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ম্যানচেস্টার সিটিতে চুক্তিবদ্ধ এই ফরোয়ার্ড।
গোটা ম্যাচে সুযোগ তৈরিতে আর্জেন্টিনার চেয়ে এগিয়েই ছিল কলম্বিয়াই। ম্যাচে ৭০ শতাংশ বলের দখল রেখেও ৭টি শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্যে রাখে আলবিসেলেস্তারা। অন্যদিকে ৩০ শতাংশ বলের দখল রাখা কলম্বিয়া ম্যাচে শট নেয় ৯টি এবং লক্ষ্যে রাখে ৪টি। প্রতিপক্ষের জন্য গোলরক্ষক সান্তিনো বারবি বাধা হয়ে না দাঁড়ালে এই ম্যাচে হারতেও পারত আর্জেন্টিনা।
কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পরও অবশ্য ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৪। অন্যদিকে এক ম্যাচের একটিতে ড্র করে চারে আছে কলম্বিয়া।
আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া।
ঢাকা/নাভিদ