আইসিসির বর্ষসেরা টেস্ট খেলোয়াড় বুমরাহ

আইসিসির বর্ষসেরা (২০২৪) টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাসপ্রিত বুমরাহ।
গেল বছরটি দারুণ কেটেছে জাসপ্রিত বুমরাহর। ঘরের মাঠে কিংবা অ্যাওয়ে সিরিজে, যেকোনো কন্ডিশনে, বল হাতে ভারতকে দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতায় রেখেছিলেন তিনি। বিশেষ করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে।
গেল বছর ১৩ ম্যাচ খেলে ৭১ উইকেট নিয়েছিলেন তারকা এই পেসার। তাতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যথারীতি ছিলেন শীর্ষে। ১১ টেস্টে ৫২ উইকেট নিয়ে তার পরে ছিলেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন। শুধু তাই নয়, চতুর্থ ভারতীয় বোলার হিসেবে বুমরাহ এক বছরে ৭০+ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন। তার আগে রবীচন্দ্রন অশ্বিন, অনীল কুম্বলে ও কপিল দেব এক বছরে নিয়েছিলেন ৭০ উইকেট।
অবশ্য টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ১৭ জন বোলার এক বছরে ৭০+ উইকেট শিকার করেছিলেন। সেই তালিকায় বুমরাহও হয়েছেন একজন।
২০২৪ সালে বুমরাহ ৩৫৭ ওভার বল করেছেন। সেখানে তার গড় ছিল ২.৯৬। বদলে যাওয়া টেস্ট ক্রিকেটে এখন রান উৎসব হয়। কিন্তু বুমরাহ সেই উৎসবের লাগাম টেনে রেখেছিলেন ৩৫৭ ওভারে।
বছর জুড়ে তার গড় ছিল ঈর্ষনীয়, ১৪.৯২। আর স্ট্রাইক রেট ছিল ৩০.১। তাতে তিনি ছাড়া আর কেউ বর্ষসেরা হওয়ার যোগ্য হননি। তার হাতেই উঠেছে সেরার পুরস্কার।
ঢাকা/আমিনুল