ঢাকা     সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ১১ ১৪৩১

দেশ সেটেল নেই: পারিশ্রমিক ইস্যুতে মিরাজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ২৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৫২, ২৯ জানুয়ারি ২০২৫
দেশ সেটেল নেই: পারিশ্রমিক ইস্যুতে মিরাজ

বিপিএলের অনান্য দলগুলোর পারিশ্রমিক জটিলতার বিষয়গুলো যখন সামনে আসছিল সেগুলো নিয়ে আফসোসে পুড়ছিলেন মেহেদী হাসান মিরাজ। অবশ্য নিয়ম অনুযায়ী পারিশ্রমিক পাননি তিনিও। খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজ। বিপিএল প্রায় শেষের দিকে। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত ৭০ শতাংশ পারিশ্রমিক পেয়ে যাওয়ার কথা। কিন্তু খুলনার খেলোয়াড়রা পারিশ্রমিক পেয়েছেন ৪০ শতাংশ।

এক সপ্তাহের ভেতরে সেসব পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে। বুধবার দুপুরে মিরাজ বলেছেন, ‘‘আমাদের দল ইতোমধ্যে ৪০% পেমেন্ট করে দিয়েছে। আর আমার সঙ্গে ইকবাল ভাইয়ের (ইকবাল আল মাহমুদ) কথা হয়েছে। তিনি বলেছেন, ‘‘এই সপ্তাহের ভেতর ৩০-৩৫% পেমেন্ট করে দেবে। অলমোস্ট তো ৭০% এর কাছাকাছি আমরা সবাই পেয়ে যাবো।’’

সার্বিক পরিস্থিতিতে মিরাজ হতাশা ব্যক্ত করলেন এভাবে, ‘‘অবশ্যই এটা খারাপ লাগছে। দিনশেষে তো আমরা খেলোয়াড়রা ক্রিকেট খেলি টাকার জন্য। যদি পারিশ্রমিক না পাই, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্যই খারাপ।’’

আরো পড়ুন:

ক্রিকেটের বদনাম যেন না হয় সেদিকে নজর রাখতে বললেন মিরাজ, ‘‘দিনশেষে কিন্তু আমাদেরই সবার বদনাম হবে। আমরা যদি এ জিনিসগুলো ঠিকঠাক মতো স্থির করতে না পারি। ঠিকঠাক কাঠামোতে আনতে না পারি, তাহলে দিনশেষে আমাদের ক্রিকেটের জন্য বদনাম হবে। আমাদের সবার বদনাম হবে। আমাদের প্রত্যেকরেই দায়িত্ব বাংলাদেশ ক্রিকেটের কোনো রকম বদনাম না হয়। আমরা খুব সুন্দরভাবে যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলছি, বিশ্বে আমরা ভালো করলে বাহবা দেয়; সে জিনিসটা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব বজায় রাখা।’’

দেশের পরিবর্তিত পরিস্থিতির বিষয়টিকে সামনে আনলেন মিরাজ, ‘‘একটা জিনিস দেখেন, এ বছর পরিস্থিতি একটু আলাদাভাবে হয়েছে। এর আগে কিন্তু এরকম কখনো হয়নি। আমার কাছে মনে হয় এই প্রথম এরকম পরিস্থিতি ঘটেছে। সবাই একটু ‘‘‘ইয়ের’’’ ভেতর আছে..সবাই যদি চিন্তা করে যে, না এখন আমাদের দেশ সেটেল নেই। এর জন্য হয়তো এই সমস্যাগুলো হচ্ছে। আমার কাছে মনে হয় আপনি যেটা বললেন, এখানে যারা দায়িত্বে আছে, বিপিএল গভর্নিং কাউন্সিল তারা এটা নিয়ে কাজ করবে। আশা করি তারা সুন্দর, ভালো একটা সমাধান দেবে। এবং তারা অবশ্যই খেলোয়াড়দের সঙ্গে থাকবে সবসময় আমার কাছে মনে হয়।’’

বিদেশী ক্রিকেটারদের পারিশ্রামিকও বকেয়া রেখেছেন ফ্রাঞ্চাইজিরা। পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা ম্যাচও বয়কট করেছিলেন। এছাড়া চিটাগং কিংসের বিদেশী ক্রিকেটাররাও পাননি প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিক। এসব নিয়ে মিরাজ স্রেফ বললেন, ‘‘ইমভারেসিং। এটা তো অবশ্যই খারাপ বিষয়।’’

ঢাকা/ইয়াসিন/নাভিদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়