রাবণের দেশে প্রথম অজি হিসেবে খাজার দ্বিশতক

প্রবাত জয়সুরিয়ার বলটা কাভারের দিকে ঠেলে ১ রানের জন্য জায়গা পরিবর্তন করলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। এরপর স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ব্যাট উঁচু করে সতীর্থদের অভিবাদনের জবাব দিলেন। ক্যারিয়ারের প্রথম দ্বিশতক বলে কথা! এই ‘ডাবল সেঞ্চুরিতে’ পৌঁছানোর পথে তিনি ছাড়িয়ে গেলেন ২০২৩ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ক্যারিয়ারের আগের সর্বোচ্চ ১৯৫ রান।
শ্রীলঙ্কার বিপক্ষে গলে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি, ২০২৫) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এই কীর্তি গড়লেন খাজা। এই ৩৮ বছর বয়সী ব্যাটসম্যানের পূর্বে কোন অজি দ্বিশতকের দেখা পাননি রাবণের দেশে।
আজ সফরকারীরা ২ উইকেটে ৩৩০ রান নিয়ে দিনের খেলা শুরু করে। খাজা ১৪৭ রান নিয়ে আগের দিনের খেলা শেষ করেন, আর স্টিভেন স্মিথের অপরাজিত ছিলেন ১০৪ রানে। আজ এই দুজন আগের দিনের অবিচ্ছিন্ন ১৯৫ রানের জুটিকে টেনে নিয়ে যান ২৬৬ পর্যন্ত। যা এশিয়ার মাটিতে অজিদের সর্বোচ্চ। এই জুটি আজ পেছনে ফেলেছেন ১৯৭৯ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে অ্যালেন বোর্ডার ও কিম হিউজেসের গড়া ২২২ রানের জুটিকে।
স্মিথ ১৪১ রান করে জেফরি ভ্যানডারসের বলে থামলেও, ঠিকই রানের চাকা সচল রেখেছিলেন খাজা।
এই রিপোর্ট লিখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ৫৪৭ রান। খাজা অপরাজিত আছেন ৩৫১ বলে ২৩২ রান করে। অন্যদিকে জস ইগলিশের ৭৯ বলে ৮৭ রানের ঝড় তুলে ক্রিজে আছেন।
ঢাকা/নাভিদ