ঢাকা     বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ১৪ ১৪৩১

রোনালদোর রেকর্ড, ‘রেকর্ডের রোনালদো’ 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ৩১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:২৩, ৩১ জানুয়ারি ২০২৫
রোনালদোর রেকর্ড, ‘রেকর্ডের রোনালদো’ 

সৌদি প্রো লিগের ম্যাচে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি, ২০২৫) রাতে আল রায়েদের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। রায়েদের ঘরের মাঠ কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে এ রাতে সমর্থকরা একসাথে গলা ফাটাতে লাগলেন ‘মেসি-মেসি’ বলে। নিশ্চিতভাবেই তারা প্রতিপক্ষ শিবিরের সবচেয়ে বড় তারকা রোনালদোকে ক্ষেপানোর জন্যই এই কাজ করছিলেন। সবাইকে অবাক করে দিয়ে আওয়াজ আরও বাড়ানোর জন্য রোনালদো দর্শকদের উদ্দেশ্যে আহ্বান জানালেন! রোনালদো তো বহু আগেই বলে দিয়েছিলেন, “আপনাদের ঘৃণা আমাকে অদম্য করে।”

হলোও তাই, প্রতিপক্ষ সমর্থকদের অপমান রোনালদোকে শানিত করল। ম্যাচে আল নাসর ২–১ গোলে জয় লাভ করল আল রায়েদের বিপক্ষে। অসাধারণ একটি গোল করে এই জয়ে দারুণ অবদান রেখেছেন নাসরের সবচেয়ে বড় তারকা রোনালদো। তাতে এই পর্তুগিজ মহাতারকার রেকর্ডের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক। তবে, গোল করিয়ে নয় বরং ম্যাচটি জিতে তিনি একটি মাইলফলক স্পর্শ করেছেন।

আরো পড়ুন:

 

স্পোর্টিং লিসবনের হয়ে ক্যারিয়ার শুরু করা রোনালদো পর্তুগিজ ক্লাবটির হয়ে ১৩টি ম্যাচ জিতেছিলেন। এরপর দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২১৪টি ম্যাচে জয় লাভ করেন। তবে রোনালদো সব রেকর্ড এলোমেলো করে দেন রিয়াল মাদ্রিদে জার্সি গায়ে তুলে। লস ব্ল্যাঙ্কসদের হয়ে তিনি সবচেয়ে বেশি ৩১৬টি ম্যাচে জয়ী হন। রিয়াল ছেড়ে রোনালদো ২০১৮ সালে যোগ দেন জুভেন্টাসে। ‘তুরিনের বুড়িদের’ হয়ে তিনি ৯১ ম্যাচে জয়লাভ করেন।

বর্তমানে আল নাসরের হয়ে রোনালদো ৬৬ ম্যাচে জয় লাভ করেছেন। সব মিলিয়ে, তার ক্লাব ক্যারিয়ারে মোট ৭০০ ম্যাচের জয় একটি অপ্রতিদ্বন্দ্বী মাইলফলক, যা এখনও অন্য কোনো ফুটবলার অর্জন করতে পারেনি। উল্লেখ্য আল নাসরের হয়ে ৯৪ ম্যাচে রোনালদোর গোল পেয়েছেন ৮৫টি। এই পর্তুগিজ মহাতারকার ক্যারিয়ারের গোল সংখ্যা এখন ৯২১টি। ‘১০০০’ থেকে ৭৯ কদম পেছনে তিনি।  

ঢাকা/নাভিদ


সর্বশেষ

পাঠকপ্রিয়