বৃষ্টিতে শ্রীলঙ্কার স্বস্তি: গল টেস্ট

গল টেস্টে অস্ট্রেলিয়ার ৬৫৪ রানের জবাবে ৩ উইকেটে ৪৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) তৃতীয় দিনে অজিদের ইচ্ছে ছিল দ্রুত স্বাগতিক লঙ্কানদের অলআউট করার। সেই লক্ষ্যে নেমে প্রথম সেশনেই আরও ২ উইকেট তুলে নেয় সফরকারীরা, ফলে ১০৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল স্বাগতিকরা। এরপর দিনেশ চান্দিমাল প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে কুশল মেন্ডিস সহ দলকে ১৩৬ রানে টেনে নিয়ে যান। এই দুই ব্যাটসম্যান যখন লড়াইয়ের মাধ্যমে টেস্টকে উপভোগ্য করে তুলছিলেন, তখন বাধ সাধে বৃষ্টি।
মধ্যাহ্নবিরতির আগে শুরু হওয়া বৃষ্টি চলল অবিরত, পরে থামলেও আম্পায়াররা জানিয়ে দেন যে আর খেলা সম্ভব নয়। ফলে তৃতীয় দিনে আর শ্রীলঙ্কাকে চেপে ধরার সুযোগ পায়নি অস্ট্রেলিয়া। ফলোঅন এড়াতে হলে প্রথম ইনিংসে স্বাগতিকদের করতে হবে ৪৫৫ রান।
অন্যদিকে বৃষ্টি শ্রীলঙ্কার জন্য কিছুটা স্বস্তি হয়েও এসেছে বটে। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে এত লম্বা সময় তাদের টিকে থাকা কঠিন ছিল। তৃতীয় দিনেই শ্রীলঙ্কা অলআউট হলে নিশ্চিতভাবেই তাদের আবারও ব্যাটিংয়ে পাঠাত অজি কাপ্তান স্টিভেন স্মিথ। যা লঙ্কানদের নিশ্চিত হারের দিকে নিয়ে যেত। তবে ৫ উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনে খেলা গড়ানোর ফলে স্বাগতিকদের ড্র করার সম্ভাবনা বেড়েছে।
আজ দিনের খেলা শুরু করেন চান্দিমাল ও কামিন্দু মেন্ডিস। আগের দিন ১৩ রান করে অপরাজিত থাকা মেন্ডিস আজ ১৫ রান করে মিচেল স্টার্কের বল অ্যালেক্স ক্যারির ক্যাচে পরিণত হন। পরবর্তীতে ধনাঞ্জয়া ডি সিলভাও উইকেটে কিছুটা সময় কাটালেও ২২ রান করে ম্যাথিউ কুনেম্যানের বলে স্টাম্পড হন। বৃষ্টি শুরু হওয়ার আগে চান্দিমালের সঙ্গে উইকেটে অপরাজিত ছিলেন ১০ রান করা কুশল মেন্ডিস।
ঢাকা/নাভিদ