ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২১ ১৪৩১

রাজশাহীকে হটিয়ে মিরাজে চড়ে প্লে অফে খুলনা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:২০, ১ ফেব্রুয়ারি ২০২৫
রাজশাহীকে হটিয়ে মিরাজে চড়ে প্লে অফে খুলনা

প্লে-অফে উঠতে হলে শেষ দুই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না খুলনা টাইগার্সের সামনে। রংপুর রাইডার্সকে হারানোর পর মেহেদী হাসান মিরাজের ব্যাটে চড়ে এবার  ঢাকা ক্যাপিটালকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা। তাদের জয়ে প্লে অফ থেকে ছিটকে গেল বহু সমালোচনার জন্ম দেওয়া দুর্বার রাজশাহী।

শনিবার (১ ফেব্রুয়ারি, ২০২৫) মিরপুর শের-ই-বাংলায় টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে মাত্র ১২৩ রান করে ঢাকা। তাড়া করতে নেমে ১৯ বল হাতে রেখে ৬ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে মিরাজের দল।

এই জয়ে ১২ ম্যাচে খুলনার পয়েন্ট হয় ১২। সমান ম্যাচে রাজশাহীরও একই পয়েন্ট ছিল। তবে রানরেটে এগিয়ে থাকায় প্লে-অফের দরজা খুলে যায় খুলনার জন্য।

আরো পড়ুন:

মেহেদী হাসান মিরাজ ৭৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ৫৫ বলে চারটি ছয় ও পাঁচটি ছয়ের মারে এই রান করে। বিপিএলে মিরাজের এটি দ্বিতীয় ফিফটি। আসরটিতে এই মৌসুমে তার সর্বমোট সংগ্রহ ৩৪১ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন সপ্তম স্থানে। তার সঙ্গে মোহাম্মদ নাওয়াজ ৬ রানে অপরাজিত ছিলেন।

অথচ শুরুতেই ধাক্কা খায় খুলনা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম শেখ ফেরেন শূন্য রানে। তিনে নেমে নাঈমের মতো শূন্য রানে ফেরেন আফিফ হোসেন ধ্রুবও। এরপর অ্যালেক্স রসকে নিয়ে হাল ধরেন মিরাজ। রস ২২ রানে ফিরলে ভাঙে ৬৮ রানের জুটি।

রসের পর মিরাজের সঙ্গী হন বোসিস্টো।  দুজনের ব্যাটে জয়ের পথে ছিল খুলনা। জয়ের কাছে গিয়ে ১৮ রানে ফেরেন বোসিস্টো। ঢাকার হয়ে তিন উইকেট নেন মোস্তাফিজুর রহমান। 

এর আগে তানজীদ হাসানের ফিফটিতে ভর করে ১২৪ রানের লক্ষ্য দিতে পারে ঢাকা। ৭টি ছয়ের মারে ৩৭ বলে এই রান করেন তানজীদ। তিনি ছাড়া ঢাকার কোনো ব্যাটার সুবিধা করতে পারেননি। এ ছাড়া সাব্বির রহমান ২০ ও ১৩ রান করেন মেহেদী হাসান রানা। খুলনার হয়ে সর্বোচ্চ ২ উইকেট করে নেন উইলিয়াম বোসিস্টো ও হাসান মাহমুদ।

ঢাকা/রিয়াদ/নাভিদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়