৪৩ বছরে সবচেয়ে বড় হার শ্রীলঙ্কার

গলে শুক্রবার (৩১ জানুয়ারি, ২০২৫) বৃষ্টির জন্য শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দুই সেশনের খেলা বাতিল হয়। তাতে অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো দাবি করে বৃষ্টির জন্য তৃতীয় দিনেই হারতে হয়নি স্বাগতিকদের। চতুর্থ দিনে ভাগ্যদেবী লঙ্কানদের প্রতি সদয় না হওয়ায় আর বৃষ্টি হলো না। ধনাঞ্জয়া ডি সিলভার দলও নূন্যতম লড়াই করতে ভুলে গেল। তাতেই নিজেদের ৪৩ বছরের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় বরণ করতে হলো তাদের।
আজ (১ ফেব্রুয়ারি, ২০২৫) চতুর্থ দিনে দুই ইনিংস মিলিয়ে ১৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। তাতেই সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ২৪২ রানে হেরে গেছে শ্রীলঙ্কা। প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নামা ম্যাথু কুনেম্যান দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ধসিয়ে দেন স্বাগতিক ব্যাটিং লাইন-আপ।
শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের এটাই সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড। এর আগে ২০১২ সালে মেলবোর্নে ইনিংস ও ২০১ রানের জয় পেয়েছিল তারা। লঙ্কানদেরও এতো বড় হারের রেকর্ড নেই। এর আগে ২০১৭ সালে ভারতের বিপক্ষে নাগপুরে ইনিংস ও ২৩৯ রানে হেরেছিল তারা।
শ্রীলঙ্কা আজ দিন শুরু করেছিল ৫ উইকেট ১৩৬ রান নিয়ে। ক্রিজে ছিলেন অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল (৬৩) ও কুশল মেন্ডিস (১০)। তবে আগের দিনের স্কোরের সঙ্গে আর মাত্র ৯ রান যোগ করতে পারেন চান্ডিমাল। ৭২ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে চান্ডিমাল আউট হন। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সংগ্রহ ১৬৫ রান।
ফলে অস্ট্রেলিয়া ৪৮৯ রানের লিড পায়। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেননি লঙ্কান ব্যাটাররা। তারা গুটিয়ে যায় মাত্র ২৪৭ রানে। কুনেম্যান ৯ উইকেটের সাথে নাথ্যান লায়ন দুই ইনিংসে নিয়েছেন ৭ উইকেট।
তবে বোলাররা নয় ক্যারিয়ারের প্রথম দ্বিশতক তুলে নিয়ে ২৩২ রানের ইনিংস খেলে ক্যাঙ্গারুদের জয়ের নায়ক উসমান খাজা। সাথে স্টিভেন স্মিথ ও জস ইগলিসের শতকে ভর করে অস্ট্রেলিয়া তোলে ৬৭৪ রান।
এই গলেই আগামী ৬ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল।
ঢাকা/নাভিদ