এনামুলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই।
শনিবার (১ ফেব্রুয়ারি, ২০২৫) গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, স্পট ফিক্সিংয়ের নানা অভিযোগে এনামুল হক বিজয়ের নাম আসায় তাকে দেশত্যাগের অনুমতি না দেওয়ার বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে। দিনভর এই খবর নিয়ে নানা জল্পনা ছড়ায়। রাইজিংবিডিকে দেওয়া সাক্ষাৎকারে, স্পট ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার করে তার সম্মান নষ্ট করার দাবি করেন এনামুল হক।
সন্ধ্যায় বিসিবি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এনামুলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা নেই। এরকম কোনো নির্দেশনা তারা পায়নি এবং দেয়নি। এদিকে বোর্ড জানিয়েছে, এসিইউকে তদন্তে সহায়তা করার জন্য স্বাধীন তদন্ত কমিটি গঠন করবে।
গণমাধ্যমে প্রকাশিত খবরে উদ্বেগ প্রকাশ করে বিসিবি জানিয়েছে, ‘‘বিসিবি স্পষ্টভাবে বলতে চায় যে মি. হকের উপর এই ধরণের কোনও ব্যবস্থা আরোপ করা হয়েছে বলে আমরা অবগত নই এবং নিশ্চিত করতে চাই, তার উপর আরোপিত কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা সম্পর্কে কোনো বিজ্ঞপ্তি পাইনি।’’
এছাড়া গণমাধ্যমে আসা অন্যান্য ফিক্সিংয়ের খবরে উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। বোর্ড খেলার সততা এবং চেতনা বজায় রাখার জন্য দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। বিসিবি দলগুলোর জন্য আইসিসির দুর্নীতি দমন কোড কঠোরভাবে মেনে চলার নির্দেশ প্রদান এবং যেকোনো ধরণের দুর্নীতির প্রতি শূন্য-সহনশীলতা নীতি বজায় রাখার ঘোষণা দিয়েছে।
বিসিবির দাবি, অ্যান্টি করাপশন ইউনিট (এসিইউ) ধারাবাহিকভাবে বিসিবির সকল কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং যথাযথ গোপনীয়তা ও বিচক্ষণতার সঙ্গে সেগুলো মোকাবিলা করছে। সেই প্রচেটার অংশ হিসেবে বিসিবি এসিইউকে তদন্তে আরও সহায়তা করার জন্য একটি স্বাধীন তদন্ত সংস্থা গঠন করার প্রক্রিয়ায় আছে।
বিসিবি একটি সুষ্ঠু ও স্বচ্ছ ক্রিকেট পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বাংলাদেশে খেলাধুলার বিশুদ্ধতা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।
এদিকে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ (কোয়াব) এক বিবৃতিতে জানিয়েছে, স্পর্শকাতর যেকোনো বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষ না হলে যেকোনো ক্রিকেটারের পারিবারিক, সামাজিক ও ক্রিকেট ক্যারিয়ারের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও অপমানজনক হবে।
ঢাকা/ইয়াসিন/নাভিদ