ঢাকা     শনিবার   ০৮ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৩ ১৪৩১

সেরা দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংস

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ১ ফেব্রুয়ারি ২০২৫  
সেরা দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংস

২৪ রানের দারুণ জয়ে বিপিএলের পয়েন্ট টেবিলের সেরা দুই নিশ্চিত করেছে চিটাগং কিংস। তারা জায়গা করে নিয়েছে প্রথম কোয়ালিফায়ারে। যেখানে আগে থেকেই ছিল ফরচুন বরিশাল। 

ফলে আগামী সোমবার প্রথম কোয়ালিফায়ারে এই দুই দল ফের মুখোমুখি হবে। ম্যাচে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। পরাজিত দল ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। 

এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স মুখোমুখি হবে। এই দুই দলের বিজয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

আরো পড়ুন:

চিটাগংয়ের আজকে জয়ের বিকল্প ছিল না। বরিশালের কাছে তারা মুখোমুখি লড়াইয়ের প্রথমটা হেরেছিল। কিন্তু ধারাবাহিক ক্রিকেট খেলা চিটাগং ছিল আত্মবিশ্বাসী। তাইতো সেরা দুইয়ে যাওয়ার লড়াইয়ে সেরা ক্রিকেটটাই খেলল তারা। 

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ২০৬ রানের পুঁজি পায় তারা। জবাবে বরিশালের ব্যাটিংকে আটকে দেয় ১৮২ রানে।

জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ডেভিড মালানকে থামানো। তামিম এবারের বিপিএলের তৃতীয় ডাকের তিক্ত স্বাদ পাওয়ার পর মালান ক্রিজে এসে সমীকরণ পাল্টে দেন। ৩৪ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৬৭ রান করেন। মাঝে সীমানায় ক্যাচ তুলে বেঁচে যান। ইমন তার ক্যাচ নিতে পারেননি। 
১৪তম ওভারের শেষ বলে মালানকে থামায় চিটাগং। আলিস আল ইসলামের বলে ক্লার্কের হাতে ক্যাচ দেন। এরপর চিটাগংয়ের জয়ের পথ মসৃণ হয়ে যায়। শেষ দিকে মাহমুদউল্লাহ ২টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৪১ রান করলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। মুশফিক ২২ বলে ২৪ রান করেন। রান পাননি তাওহীদ হৃদয়। ৯ রানে ফেরেন সাজঘরে।

চিটাগংয়ের বোলিং ছিল আঁটসাঁট। ২টি করে উইকেট নেন বিনুরা ফার্নান্দো ও আলিস আল ইসলাম। ১টি করে উইকেট পেয়েছেন খালেদ আহমেদ ও আরাফাত সানী। 

এর আগে ব্যাটিংয়ে তাদের হয়ে ঝড়ো ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। ৮ ছক্কা ও ১ চারে ৪১ বলে ৭৫ রান করেন বাঁহাতি ওপেনার। ফুলারের বলে ৬ রানে জীবন পাওয়ার পর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। জীবন পেয়ে দারুণ ব্যাটিংয়ে বোলারদের কড়া শাসন করেন। এছাড়া ২৩ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪২ রান করেন হায়দার আলী। শামীম হোসেন দলের দাবি মিটিয়েছেন দারুণভাবে। ১২ বলে ৩টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে তোলেন ৩০ রান। তার শেষের ঝড়েই চিটাগংয়ের রান দুইশ পেরিয়ে যায়। 

দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১-১ এ সমতায়। এবার তাদের লড়াই ফাইনালে যাওয়ার। একদিন পর কার মুখে হাসি ফোটে সেটাই দেখার। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়