ঢাকা     শুক্রবার   ১৪ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৯ ১৪৩১

ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২ ফেব্রুয়ারি ২০২৫  
ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। আজ রোববার (০২ ফেব্রুয়ারি, ২০২৫) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকার কিশোরীদের ৯ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে নেয় ভারতের মেয়েরা।

টস জিতে দক্ষিণ আফ্রিকার মেয়েরা আগে ব্যাট করতে নামে। ২০ ওভারে মাত্র ৮২ রানে অলআউট হয় তারা। জবাব দিতে নেমে ১১.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে দাপুটে জয় তুলে নেয় ভারত। অক্ষুন্ন রাখে দুই বছর আগে জেতা শিরোপা।

রান তাড়া করতে নেমে ৩৬ রানেই প্রথম উইকেট হারায় ভারতের মেয়েরা। কমলিনি ১৩ বলে ১ চারে ৮ রান করে ফেরেন সাজঘরে। তাতে মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকা হয়তো চ্যালেঞ্জ ছুড়ে দিবে ভারতকে। কিন্তু এরপর গঙ্গাদী তৃষা ও সানিকা চালকে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তৃষা ৩৩ বলে ৮ চারে ৪৪ রানে ও সানিকা ২২ বলে ৪ চারে ২৬ রানে অপরাজিত থাকেন।

আরো পড়ুন:

তার আগে ভারতের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়া মেয়েরা। তাদের মধ্যে কেবল চারজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে মিকে ফন ভ্রস্ট ১৮ বলে ৩ চারে ২৩ রান করেন। উদ্বোধনী ব্যাটার জেমা বোথা ১৪ বলে ৩ চারে করেন ১৬ রান। এছাড়া ফেই কাউলিং ১৫ ও কারাবো মেসো করেন ১০ রান।

বল হাতে ভারতের তৃষা ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন পারুনিকা সিসোদিয়া, আয়ুশি শুক্লা ও বৈষ্ণবী শর্মা।

ব্যাট হাতে অপরাজিত ৪৪ ও বল হাতে ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ভারতের গঙ্গাদী তৃষা। শুধু তাই নয়, টুর্নামেন্ট জুড়ে ৩০৯ রান ও ৭ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নেন তিনি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়