ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

পালিয়ে যাওয়ার গুঞ্জন

রাজশাহীর মালিককে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:১৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫
রাজশাহীর মালিককে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ 

দেশ থেকে পালিয়ে যাওয়ার গুঞ্জনে দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমানকে হেফাজতে এনে জিজ্ঞাসবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ১০ ফেব্রুয়ারির মধ্যে তিন কিস্তিতে টাকা পরিশোধের আশ্বাস দেন শফিকুর। অন্যথায় তার বিরুদ্ধে যে কোনো আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গতকাল পর্যন্ত ২৫ শতাংশ টাকা পরিশোধের কথা ছিল রাজশাহীর। সেটি করতে না পারায় মূলত তাকে হেফাজতে নেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, “বিভিন্ন মাধ্যম থেকে ফ্র্যাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে মামলা করার খবরও কানে আসলে, দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরো গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাবার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।”

আরো পড়ুন:

“এমতাবস্থায়, দলটির এমন টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে ৩ ফেব্রুয়ারীর প্রথম প্রহরেই আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। সঙ্কট নিরসনে সমাধান জানতে চাইলে, নিজের দোষ স্বীকার করে নিয়ে ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারী ২০২৫ তথা তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি।”- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 

টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও রাজশাহী এখনও ২৫ শতাংশের বেশি টাকা পরিশোধ করতে পারেনি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জরুরি বৈঠক করে ২ ফেব্রুয়ারী পর্যন্ত সময় বেধে দেন। তবুও দিতে পারেনি পাওনা। হোটেলে অবস্থান করেন ক্রিকেটাররা। এক বিদেশি ক্রিকেটারের কিট ব্যাগ আটকে রাখে বাস মালিক। বাসের ভাড়াও পরিশোধ করা হয়নি। 

১০ ফেব্রুয়ারির মধ্যে না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, “প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই অর্থ বুঝে পাবেন বলেও নিশ্চয়তা দেন শফিক। অন্যথায়, তার বিরুদ্ধে যেকোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে মর্মে জানিয়েছেন তিনি।”

ঢাকা/রিয়াদ/নাভিদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়