ঢাকা     বুধবার   ০৯ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৭ ১৪৩১

১২ বছর পর সান্তোসে ফিরে ম‌্যাচসেরা নেইমার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২৫
১২ বছর পর সান্তোসে ফিরে ম‌্যাচসেরা নেইমার

নেইমারের মতো তারকার প্রয়োজন ফুরিয়ে যায়নি এখনো। তিনি চাইলেই ইউরোপ কিংবা আমেরিকার কোনো ক্লাবে যোগ দিতে পারতেন। কিন্তু তিনি সেগুলোর পেছনে না ছুটে, ছুটতে শুরু করেছেন স্বপ্নের পেছনে। যে স্বপ্নের ক‌্যানভাস অনেক বড়। তাইতো ইউরোপ কিংবা আমেরিকার মোহ উপেক্ষা করে এক যুগ পর ফিরে গেছেন শৈশবের ক্লাব সান্তোসে। সেখানে বুধবার (০৫ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে সান্তোসে প্রত‌্যাবর্তনের অভিষেক হয় তার। ম‌্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও ম‌্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন তিনি।

অবশ‌্য তার ফেরার ম‌্যাচে জয় পায়নি সান্তোস। ব্রাজিলিয়ান পাউলিস্তা চ‌্যাম্পিয়নশিপে বোটফোগোর বিপক্ষের ম‌্যাচটিতে ১-১ গোলে ড্র করেছে।

ম‌্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে বনটেম্পোর পরিবর্তে মাঠে নামেন নেইমার। তখন উভয় দলের ভক্ত-সমর্থকরা করতালি দিয়ে নেইমারকে মাঠে স্বাগত জানায়। যদিও মাঠে নেমে প্রথমবার বলের স্পর্শ পান বাজেভাবে। বিপক্ষ দলের খেলোয়াড়ের ক্লিয়ার করা বল গিয়ে আঘাত করে নেইমারের নিম্নাঙ্গে। তিনি লুটিয়ে পড়েন মাঠে।

আরো পড়ুন:

এরপর অবশ‌্য বাকি সময় বেশ ভালো খেলেন। বেশ কিছু আক্রমণ শানান। গোলপোস্টের দিকে তিনি পাঁচটি শট নেন। যদিও প্রথমার্ধ সান্তোস শেষ করেছিল ১-০ ব‌্যবধানে এগিয়ে থেকে। কিন্তু নেইমার নামার পর ৬৭ মিনিটে তারা একটি গোল হজম করে। অবশ‌্য ৭১ মিনিটে বোটাফোগো এসপির ওয়াল্নি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় তারা দশজন নিয়ে খেললেও গোল আদায় করে নিতে পারেনি নেইমারের দল। তাতে ১-১ গোলের সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে সান্তোস। আর প্রত‌্যবর্তনের ম‌্যাচে ম‌্যাচসেরার পুরস্কার পান বার্সেলোনা ও পিএসজির সাবেক স্ট্রাইকার।

সান্তোস ৭ ম‌্যাচের ২টিতে জিতে, ২টিতে ড্র করে ও ৩টিতে হেরে ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সান্তোস। অন‌্যদিকে ৭ ম‌্যাচের ৪টিতে ড্র করে ও ৩টিতে হেরে ৪ পয়েন্ট নিয়ে বোটাফোগো আছে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) পরের ম‌্যাচে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নভোরিজনতিনোর মুখোমুখি হবে সান্তোস।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়