চার্টার্ড বিমানে শিরোপা নিয়ে বরিশালে তামিমরা
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

তখনও ফাইনাল শুরু হয়নি। মিরপুর শের-ই-বাংলার সামনে ফরচুন বরিশালের এক ভক্ত বলছিলেন, “দুইডা লঞ্চ রেডি, ট্রফি যাবে বরিশালেই।”
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের শিরোপা ঠিকই যাচ্ছে বরিশালে, কিন্তু লঞ্চে নয়। বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে বরিশাল যাচ্ছেন তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা।
রোববার (৯ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুর দু’টার আগেই বরিশালে পৌঁছানোর কথা রয়েছে তামিমদের। সেখানে বেলস পার্কে বরিশালের ভক্তদের সঙ্গে চ্যাম্পিয়নের আনন্দ উদযাপন করবেন তামিমরা। বিকেল ৫টা পর্যন্ত থাকার কথা রয়েছে তাদের।
৭ ফেব্রুয়ারি চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হয় বরিশাল। গত আসরে চ্যাম্পিয়ন হলেও ট্রফি নিয়ে বরিশাল যেতে পারেননি ফ্র্যাঞ্চাইজি মালিক মিজানুর রহমান।
রাইজিংবিডিকে মিজানুর বলেন, “লঞ্চে যাওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে এটি বাদ দিতে হয়েছে। আমরা হতাশ করছি না ভক্তদের, চার্টার্ড ফ্লাইটে যাচ্ছি।”
এদিকে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি। বরিশাল যাওয়ার কারণে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদসহ এক ঝাঁক ক্রিকেটার যোগ দিতে পারছেন না। আগামীকাল থেকে তারা পুরোদমে অনুশীলন শুরু করবেন।
ঢাকা/রিয়াদ/নাভিদ