সব ধরনের ক্রিকেট থেকে সোহেলি আক্তারকে নিষিদ্ধ ঘোষণা
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

বাংলাদেশে নারী দলের ক্রিকেটার সোহেলি আখতারকে পাঁচ বছরের জন্য সমস্ত ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি, ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই ৩৬ বছর বয়সী ক্রিকেটার আইসিসি অ্যান্টি-করাপশন কোডের পাঁচটি ধারা ভঙ্গ করার কথা স্বীকার করেছেন।
অভিযোগ মেনে নেওয়া সোহেলির সাজা কার্যকর হবে ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য। এই সময়কালে তিনি ক্রিকেট সংশ্লিষ্ট সকল ধরনের কাজে নিষিদ্ধ থাকবেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলোতে বলা হয়েছে, তিনি ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলোতে দুর্নীতির সাথে জড়িত ছিলেন।
সোহেলি আইসিসির ২.১.১ অনুচ্ছেদ অনুযায়ী কোনোভাবে ম্যাচ পাতানোর চেষ্টা, অথবা অযথাযথভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করা, অথবা কারও সঙ্গে চুক্তি করার চেষ্টা করা, রেজাল্টে প্রভাব বিস্তার করা অথবা ইচ্ছাকৃতভাবে ভালো না খেলার চেষ্টা করেছেন।
আইসিসির ২.১.৩ অনুচ্ছেদ অনুযায়ী সোহেলি ম্যাচ পাতানোর লক্ষ্যে ঘুষ কিংবা উপঢৌকন প্রস্তাব করা কিংবা নেওয়ার চেষ্টা করেছেন।
এছাড়াও সোহেলি আইসিসির ২.১.৪ অনুচ্ছেদ ও ২.৪.৭ অনুচ্ছেদ ভঙ্গ করার চেষ্টা করেছেন। সেগুলোতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং দোষ স্বীকার করেও নিয়েছেন। সে কারণেই তিনি নিষেধাজ্ঞার মধ্যে পড়েছেন।
২০১৩ সালে আহমেদাবাদে ভারতের বিপক্ষের ম্যাচে অভিষেক হয় সোহেলির। ২০১৪ সালে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে খেলেন শেষ ম্যাচ। একই বছর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটেও তার অভিষেক হয়। ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন শেষ টি-টোয়েন্টি।
ক্যারিয়ারে ২টি ওয়ানডেতে ৩ উইকেট ও ১৩ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৮ উইকেট।
ঢাকা/নাভিদ