কোহলিকে পেছনে ফেলে শীর্ষে বাবর
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

করাচিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি, ২০২৫) বিকেলে নিউ জিল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করতে নামে। বাবর আজম ব্যক্তিগত ২৯ রানে আউট হন। আর এর মধ্য দিয়ে একাধিক মাইলফলক স্পর্শ করেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
১১তম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এ যাত্রায় পেছনে ফেলেন বিরাট কোহলিকে। ছুঁয়ে ফেলেন হাশিম আমলার রেকর্ড। আমলা সবচেয়ে কম ইনিংস (১২৩) খেলে ওয়ানডে ক্যারিয়ারে ৬০০০ রান করেছিলেন। বাবরও আজ আমলার পাশে বসলেন ১২৩ ইনিংসে ৬০০০ রান করে। যেটা কোহলি করেছিলেন ১৩৬ ইনিংস খেলে।
১২৩ ইনিংসের ওয়ানডে ক্যারিয়ারে বাবর ১৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। হাফ সেঞ্চুরি করেছেন ৩৪টি। ওয়ানডেতে আর একটি সেঞ্চুরি পেলেই তিনি ছুঁয়ে ফেলবেন সাঈদ আনোয়ারের রেকর্ড। যিনি পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২০টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করেছেন ইমজামাম-উল-হক। তিনি ১১ হাজার ৭০১ রান করেছিলেন। এপর মোহাম্মদ ইউসুফ করেন ৯ হাজার ৫৫৪ রান। আর সাঈদ আনোয়ার করেছিলেন ৮ হাজার ৮২৪ রান।
এর আগে বাবর ৫০০০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন মাত্র ৯৭ ইনিংস খেলে। যা ছিল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম।
ঢাকা/আমিনুল