ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডাকেট বীরত্বে বড় সংগ্রহ পেল ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ২২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫
ডাকেট বীরত্বে বড় সংগ্রহ পেল ইংল্যান্ড

ব্যাট হাতে বীরত্ব দেখালেন বেন ডাকেট। তাকে দারুণ সঙ্গ দিলেন জো রুট। তাদের দুজনের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৫) বিকেলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। বেন ডাকেটের ১৬৫ ও রুটের ৬৮ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩৫১ রান করে। জিততে অস্ট্রেলিয়াকে করতে হবে ৩৫২ রান।

আরো পড়ুন:

ব্যাট করতে নেমে ১৩ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান ফিল সল্টের উইকেট হারায় ইংল্যান্ড। বেন  ডোয়ার্শুইসের বলে আলেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে আউট হন সল্ট। অ্যাক্রোবেটিস স্টাইলে ক্যাচটি লুফে নেন ক্যারি। ১০ রানের বেশি করতে পারেননি সল্ট।

৪৩ রানের মাথায় সাজঘরে ফেরেন ওয়ান ডাউনে নামা জেমি স্মিথ। তাকেও ফেরান ডোয়ার্শুইস। তার ক্যাচটিও যথারীতি তালুবন্দি করেন ক্যারি। ১৫ রান আসে স্মিথের ব্যাট থেকে।

সেখান থেকে ডাকেট ও রুট ১৫৮ রানের জুটি গড়েন ১৫৫ বলে। এ যাত্রায় ডাকেট তুলে নেন তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি এবং বিদেশের মাটিতে প্রথম। ৪৯ বলে ফিফটি করা ডাকেট তিন অঙ্ক স্পর্শ করেন ৯৫ বলে। সেঞ্চুরি করার পথে তিনি ১১টি চার ও ১টি ছক্কা হাঁকান।

২০১ রানের মাথায় অ্যাডাম জাম্পার বলে জো রুট এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি। রুট ৭৮ বলে ৪টি চারে ৬৮ রান করে যান। এরপর ২১৯ রানে হ্যারি ব্রুক (৩), ২৮০ রানে জস বাটলার (২৩) ও ৩১৬ রানের মাথায় লিয়াম লিভিংস্টন আউট হন। তখনও ডাকেট ছিলেন অপরাজিত। কিন্তু ৩২২ রানের মাথায় মার্নাশ ল্যাবুশেনের বলে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হন ডাকেট। যাওয়ার আগে ১৪৩ বলে ১৭টি চার ও ৩ ছক্কায় ১৬৫ রানের বীরত্বপূর্ণ ইনিংস খেলে যান। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে তিনিই প্রথম ১৫০ উর্ধ্ব রানের ইনিংস খেললেন। তার আগে ২০০৪ সালে নিউ জিল্যান্ডের নাথান এলিস সর্বোচ্চ ১৪৫* রানের ইনিংস খেলেছিলেন।

এরপর জোফরা আর্চারের ২ চার ও ১ ছক্কায় করা ২১ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে ৩৫১ রানের বড় সংগ্রহ পায়।

বল হাতে অস্ট্রেলিয়ার বেন ডোয়ার্শুইস ১০ ওভারে ৬৬ রানে ৩টি উইকেট নেন। অ্যাডাম জাম্পা ১০ ওভারে ৬৪ রান দিয়ে ২টি উইকেট নেন। আর ল্যাবুশেন ৫ ওভারে ৪১ রান দিয়ে নেন ২টি উইকেট।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়