অতিরিক্ত ১১ মিনিট পেয়ে মেসির মিয়ামির গোল, দেখলেন রোনালদোর সিউ!
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

নাটকীয়তার অভাব ছিল না। ম্যাচের ২৩ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয়েছিল লিওনেল মেসির ইন্টার মিয়ামি। এরপর নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল গোলাপী জার্সির মিয়ামি। তবে সবাইকে অবাক করে রেফারি অতিরিক্ত ১১ মিনিট সময় যোগ করেন! সেই যোগ করা সময়ের দশম মিনিটে গিয়ে গোল করিয়ে নেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। তাতেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নিউইয়র্ক সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে মিয়ামি।
রোববার (২২ ফেব্রুয়ারি, ২০২৫) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই মেসির জাদুতে এগিয়ে যায় মিয়ামি। সিটির পেনাল্টি বক্সে ঢুকে পড়া মেসি বাঁ পায়ে বল ঠেলে দেন তমাস আভিলেসের কাছে। ২১ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টারব্যাকের গোল করতে ভুল করেননি। সেই আভিলেসই ১৮ মিনিট পর লাল কার্ড দেখলে মায়ামি ১০ জনের দলে পরিণত হয়। নিউইয়র্ক সিটির আলোনসো মার্টিনেজের নিশ্চিত গোলের পথে, পেছন থেকে টেনে ধরায় সরাসরি লাল কার্ড দেখেন এই আর্জেন্টাইন।
ম্যাচের ২১তম মিনিটে মিতিয়া ইলেনিচের গোলে সমতা ফিরে নিউইয়র্ক সিটি। এই স্লোভেনিয়ান রাইটব্যাক গোল করে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রেডমার্ক ‘সিউ’ সেলিব্রেশন করেন। ব্যাপারটা সচেতনভাবেই করেছিলেন তিনি। মাঠের প্রতিপক্ষ যে মেসি! চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর ‘সিউ’ সেলিব্রেশন করে মেসির আঁতে ঘা দিলেন ইলেনিচ।
বিরতির পর ৫৫ মিনিটে নিউইয়র্ক সিটিকে এগিয়ে দেন আলোনসো মার্তিনেজ। মহা বিপাকে পড়ে যায় মায়ামি। পরাজয় দিয়ে নতুন মৌসুম শুরু তখন চোখ রাঙাচ্ছিল। তবে যোগ করা সময়ের দশম মিনিটে জাদু দেখান মেসি। মাঝ মাঠ থেকে বল নিয়ে অনেকখানি দৌড়ে ডিফেন্সচেরা এক পাস বাড়ান বক্সে ঢুকে পড়া সেগোভিয়াকে। দারুণ গোলে সমতা টানেন এই ভেনেজুয়েলান মিডফিল্ডার।
ঢাকা/নাভিদ