ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

‘তিনশর বেশি রান করার ক্ষমতা আছে শান্তদের’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৫  
‘তিনশর বেশি রান করার ক্ষমতা আছে শান্তদের’

হোম অব ক্রিকেটে প্রস্তুতির মঞ্চে নিজেদের মধ্যে ম্যাচে চারশ ছুঁইছুঁই রান করেছিলেন নাজমুল হোসেন শান্তরা। কিন্তু দুবাইতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মুখ থুবড়ে পড়ে টাইগারদের ব্যাটিং। ৩৫ রানে ৫ উইকেট পতনের পর তাওহীদ হৃদয়ের শতক আর জাকের আলীর ফিফটিতে ভর করে কোনোমতে দুইশ পার করে বাংলাদেশ।

এবার দেশ, ভেন্যুর সঙ্গে পরিবর্তন হয়েছে প্রতিপক্ষও। পাকিস্তানের রাওয়ালপিন্ডির যে উইকেটে খেলবে বাংলাদেশ, সেখানে রীতিমত হয় রান উৎসব। শান্তরা রাওয়ালপিন্ডির এই উইকেটে নিউ জিল্যান্ডের বিপক্ষে রান উৎসবে শামিল হতে পারবেন তো? নাকি আবারও বিব্রতকর ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়বেন?

প্রধান কোচ ফিল সিমন্সের কাছে রোববার সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন ছিল সংবাদকর্মীদের। ক্যারিবিয়ান এই কোচের বিশ্বাস, বাংলাদেশের ক্ষমতা আছে তিনশর বেশি রান করার। সবশেষ কয়েকটি ম্যাচে তিনশর বেশি রান করার উদাহরনও দিয়েছেন বাংলাদেশ কোচ।

আরো পড়ুন:

“এটা বড় স্কোরের মাঠ এবং গতকাল লাহোরে আমরা বড় রান দেখেছি। আমরাও এখানে বড় রান প্রত্যাশা করছি, তিনশর বেশি রান আশা করছি।”

“হ্যাঁ, শেষ পাঁচ ম্যাচের কয়েকটিতে আমরা তিনশর বেশি রান করেছি। আমাদের এটি করার সক্ষমতা রয়েছে। শেষ ম্যাচে আমরা ভালো শুরু করতে পারিনি। দুইশ রানে থেমেছি। আমরা যদি ভালো শুরু করতে পারি তাহলে তিনশর বেশি রান হবে” -যোগ করেন সিমন্স।

শেষ পাঁচ ম্যাচের একটিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনশর বেশি (৩২১) আরেকটিতে ২৯৪ রান করে। দুটির কোনোটিতেই জিততে পারেনি। সিমন্সের নজরে বিষয়টি আনলে পালটা জবাবে উত্তর দেন, “প্রতিপক্ষ হয়তো বাংলাদেশ থেকে ভালো খেলেছে।”

সিলেটের মাটিতে ওয়ানডেতে বাংলাদেশ সর্বোচ্চ ৩৪৯ রান করে আয়ারল্যান্ডের বিপক্ষে। এবারের প্রতিপক্ষ নিউ জিল্যান্ডের সঙ্গে সর্বোচ্চ ২৯১ রান করতে পারে। রাওয়ালপিন্ডিতে কত রান করতে পারে এখন সেটিই দেখার।

এদিকে প্রথম ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। কিউইদের বিপক্ষে দেখা যাবে অভিজ্ঞ এই ব্যাটারকে? কোচ জানান, ম্যাচ ফিটনেসের পরীক্ষায় উতরাতে পারলে তবে রাখা হবে একাদশে।

ঢাকা/রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়