হেরে তরুণ ফুটবলার কেনার কথা জানালেন গার্দিওলা
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রুবেন ডিয়াজ, মাতিও কোভেচিচ, বের্নার্ডো সিলভা, ইকলায় গুন্দোয়ানকে ছাড়া একাদশ সাজান ধুঁকতে থাকা ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা। প্রতিপক্ষ মামুলি কেউ না, টেবিল টপার লিভারপুল। অনভিজ্ঞ সিটিকে পেয়ে শিরোপার দৌড়ে আরেক পা এগিয়ে গেল অল রেডরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৫) ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় পেয়েছে লিভারপুল। এমন বিনা প্রতিদ্বন্দ্বীতায় ম্যাচ হেরে গার্দিওলা জানালেন সামনের মৌসুম গুলোতে আরও তরুণ ফুটবলার আসছে দলে!
রোববার ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথমেই সফরকারী লিভারপুল এগিয়ে যায় মোহাম্মদ সালাহার সৌজন্যে। এই মিশরীয় তারকা ম্যাচের ১৪ মিনিটে কর্নার থেকে গোল করেন। তার জোড়াল শট সিটি ডিফেন্ডার নাথান একের পায়ে লেগে গোলরক্ষক জালে ঢুকে যায়। এই মৌসুমে এটি সালাহর ২৫তম গোল, যা তাকে প্রিমিয়ার লিগে গোলদাতাদের তালিকায় শীর্ষে রেখেছে। ম্যাচের ৩৭ মিনিটে সোবোসলাই সিটির দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে লিড দ্বিগুণ করেন। গোলটি আসে সালাহার পাস থেকে। এরপর প্রবল বৃষ্টি শুরু হয়। অনেক সিটি সমর্থক ম্যাচের শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে চলে যান। তবে লিভারপুল সমর্থকরা আনন্দে উল্লাস করতে থাকে। তারা গাইতে থাকে, ‘আমরা লিগ জিততে যাচ্ছি।’
সালাহ এই মৌসুমে ১১টি লিগ ম্যাচে পেয়েছেন গোল ও অ্যাসিস্ট। যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এক মৌসুমে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। এর আগে ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার জার্সিতে এই কীর্তি গড়েছিলেন লিওনেল মেসি।
এখন পর্যন্ত ২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট সংগ্রহ করে শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে লিভারপুল। আর্সেনালকে ১১ পয়েন্টের পেছনে ফেলেছে অল রেডরা। যদিও আর্সেনাল একটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে, ম্যানসিটি ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
হারের পরও ম্যাচের পর সিটিবস বললেন দারুণ প্রাপ্তির কথা। গার্দিওলা যোগ করেন সামনে আরও তরুণ ফুটবলার কিনবেন তিনি, “উজ্জ্বল ভবিষ্যত দেখেছি আমি এই ম্যাচের মধ্য দিয়ে। আজকে কেভিন (ডি ব্রুইনা) ও নাথান (একে) ছাড়া যারা খেলেছে, তারাই এই ক্লাবের ভবিষ্যৎ। সামনের দলবদলে আরও অনেকেই আসবে।”
“ম্যাচটা ভালোই ছিল। প্রথমার্ধ ছিল বেশ উন্মুক্ত ছিল। দ্বিতীয়ার্ধে তারা অনেক নিচে নেমে রক্ষণ সামলেছে। ওদেরকে বড় কৃতিত্ব দিতেই হবে। তবে আমরা যেভাবে খেলেছি, তাতে আমি খুশি।”- যোগ করেন গার্দিওলা।
ঢাকা/নাভিদ