সেরা বোলিং ফিগারে ২৭ বছরের রেকর্ড ভাঙলেন ব্রেসওয়েল

রাওয়ালপিন্ডিতে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে বল হাতে দারুণ বোলিং করেন নিউ জিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। যা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে নিউ জিল্যান্ডের কোনো বোলারের সেরা বোলিং ফিগার।
তার আগে স্বদেশি পল ওয়াইজম্যান ১৯৯৮ সালে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম আসরে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ রানের বিনিময়ে নিয়েছিলেন ৪ উইকেট। গেল ২৭ বছর ধরে সেটাই ছিল আইসিসির এই ইভেন্টে নিউ জিল্যান্ডের কোনো বোলারের সেরা বোলিং ফিগার। ওয়াইজম্যানের পরে ২০০৪ সালে ড্যানিয়েল ভেটরি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪ রানের বিনিময়ে ৩টি ও ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতান প্যাটেল মাত্র ১১ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।
তাদের সবাইকে পেছনে ফেলে ব্রেসওয়েল আজ নতুন কীর্তি গড়লেন। ব্রেসওয়েল আজ তানজিদ হাসান তামিম (২৪), তাওহীদ হৃদয় (৭), মুশফিকুর রহিম (২) ও মাহমুদউল্লাহ রিয়াদের (৪) উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন।
তার বোলিং তোপে ২ উইকেটে ৯৭ থেকে বাংলাদেশ ৫ উইকেটে ১১৮ হয়ে যায়। ব্রেসওয়েল এভাবে তোপ না দাগালে বাংলাদেশের সংগ্রহ ৫০ ওভারে ২৩৬ রানের বেশি হতে পারতো।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিউ জিল্যান্ডের সেরা বোলিং ফিগার:
খেলোয়াড় | বোলিং ফিগার | বিপক্ষ | সাল |
মাইকেল ব্রেসওয়েল | ৪/২৬ | বাংলাদেশ | ২০২৫ |
পল ওয়াইজম্যান | ৪/৪৫ | জিম্বাবুয়ে | ১৯৯৮ |
জিতান প্যাটেল | ৩/১১ | দ. আফ্রিকা | ২০০৬ |
ড্যানিয়েল ভেটরি | ৩/১৪ | যুক্তরাষ্ট্র | ২০০৪ |
ড্যানিয়েল ভেটরি | ৩/৪৩ | পাকিস্তান | ২০০৯ |
ঢাকা/আমিনুল