ইব্রাহিমের ইতিহাস গড়া ইনিংসে বড় সংগ্রহ পেল আফগানিস্তান
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ১৪৫ রানের ইনিংস খেলেছিলেন নিউ জিল্যান্ডের নাথান অ্যাসলে। সেটা অবশ্য ২১ বছর আগে ২০০৪ আসরে। গেল শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বেন ডাকেট ১৪২ বলে ১৭টি চার ও ৩ ছক্কায় ১৬৫ রানের ইনিংস খেলে সেই রেকর্ডটি ভেঙে দেন। গড়েন নতুন রেকর্ড। কিন্তু সেটি তিনদিনও টিকলো না।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে সেই রেকর্ড ভেঙে দিলেন আফগানিস্তানের ইব্রাহিদ জাদরান। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। সেখানে ১৪৬ বলে ১২টি চার ও ৬ ছক্কায় ১৭৭ রানের ইনিংস খেলেন ইব্রাহিম। যা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
ইব্রাহিমের ১৭৭ রানের ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ৩২৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান। প্রথম ম্যাচে ৩৫১ রান করে হার মানা ইংল্যান্ডকে জিততে করতে হবে ৩২৬ রান।
অবশ্য ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানদের। ১১ রানেই ফিরেন মারকুটে ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ (৬)। ১৫ রানের মাথায় আউট হন সেদিকুল্লাহ অটল(৪)। ৩৭ রানে যেতেই আরেক টপ অর্ডার ব্যাটসম্যান রহমত শাহ (৪) আউট হন।
সেখান থেকে ইব্রাহিম ও হাশমতউল্লাহ শাহিদি ১০৩ রানের জুটি গড়েন চতুর্থ উইকেটে। ১৪০ রানের মাথায় শাহিদি ৩ চারে ৪০ রান করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর ইব্রাহিম ও আজমতউল্লাহ ওমরজাই পঞ্চম উইকেটে ৬৩ বলে ৭২ রানের জুটি গড়েন। ২১২ রানের মাথায় ওমরজাই ৩১ বলে ১ চার ও ৩ ছক্কায় ৪১ রানের ইনিংস খেলে ফিরলে ভাঙে এই জুটিও।
এরপর মোহাম্মদ নবীকে নিয়ে এগোতে থাকেন ইব্রাহিম। এ যাত্রায় তিনি তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। ৬৫ বলে ফিফটি করা ইব্রাহিম ১০৬ বলে ৬টি চার ও ৩ ছক্কায় স্পর্শ করেন তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার। তাও ১৬ মাস পর। সবশেষ তিনি ২০২৩ সালের নভেম্বরে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা।
১০০ থেকে ইব্রাহিম দেড়শ’তে পৌঁছান মাত্র ২৮ বলে। ১০৬ বলে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান ১৫০ করেন ১৩৪ বলে ১১টি চার ও ৪ ছক্কায়। মারমুখী ব্যাটিং করা এই ব্যাটসম্যান ৫০তম ওভারে গিয়ে আউট হন। লিয়াম লিভিংস্টনের করা ওভারের প্রথম বলে উড়িয়ে মারতে গিয়ে জোফরা আর্চারের হাতে ধরা পড়েন বাউন্ডারি লাইনের সামনে। যাওয়ার আগে খেলে যান ১৭৭ রানের ঝকঝকে ইনিংস। গড়ে যান ইতিহাস।
এরপর ফিরেন তাকে দারুণ সঙ্গ দেওয়া নবীও। তিনি মাত্র ২৪ বলে ২ চার ও ৩ ক্কায় ৪০ রান করেন। তাতে আফগানিস্তানের রান ৭ উইকেটে ৩২৫ পর্যন্ত যায়।
বল হাতে ইংল্যান্ডের আর্চার ১০ ওভারে ৬৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। লিভিংস্টন ৫ ওভারে ২৮ রান দিয়ে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন জেমি ওভারটন ও আদিল রশিদ।
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় পাওয়া উভয় দলের জন্য অত্যন্ত জরুরি। এখন দেখার বিষয় কাদের সম্ভাবনা টিকে থাকে আর কাদের বিদায় নিশ্চিত হয়ে যায়।
ঢাকা/আমিনুল