বাংলাদেশের কাছে হারলে অন্যরকম ‘বিব্রতকর’ রেকর্ড গড়বে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্টের আয়োজক হয়েছে পাকিস্তান। সেটা নিয়ে পাকিস্তানের মানুষের উচ্ছ্বাস, উদ্দীপনা আর উৎসাহের কমতি ছিল না। কিন্তু পাকিস্তান ক্রিকেট দল মন ভরাতে পারেনি তাদের ভক্ত-সমর্থকদের। আয়োজক দলটি ইতোমধ্যে দুই ম্যাচ খেলেই চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে।
আয়োজক কোনো দল এর আগে উদ্বোধনের মাত্র ৫ দিনের মধ্যেই কোনো টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কিনা জানা নেই। তবে শেষ ম্যাচে বৃহস্পতিবার তারা বাংলাদেশের কাছে হারলে ইউনিক একটি বিব্রতকর রেকর্ড গড়বে।
দুই ম্যাচ খেলে এখনও কোনো পয়েন্ট পায়নি পাকিস্তান। কালকে বাংলাদেশের বিপক্ষে তারা হারলে চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে প্রথম ‘বর্তমান চ্যাম্পিয়ন দল’ হিসেবে একটি ম্যাচও না জিতে, কোনো পয়েন্ট না পেয়ে টুর্নামেন্ট শেষ করবে।
এর আগে ২০০৯ সালের চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া ২০১৩ সালে একটি ম্যাচেও জয় পায়নি। তবে তাদের একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১ পয়েন্ট পেয়েছিল।
পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচে বৃষ্টি হানা দিতে পারে। তবে ম্যাচটি ভেসে যাওয়ার মতো বৃষ্টি হবে না। সেক্ষেত্রে ফল হবে।
আর পাকিস্তান যদি একটি জয়ও না পায় তাহলে ২৫ বছর পর আয়োজক কোনো দেশ হিসেবে বিব্রতকর একটি রেকর্ড গড়বে। সবশেষ ২০০০ সালে কেনিয়া চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়ে একটি ম্যাচেও জয় পায়নি।
ঢাকা/আমিনুল