ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ফিল্ডিংয়ে পাঠালেন বাটলার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১ মার্চ ২০২৫   আপডেট: ১৯:১৮, ১ মার্চ ২০২৫
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ফিল্ডিংয়ে পাঠালেন বাটলার

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শনিবারের (১ মার্চ, ২০২৫) ম্যাচে দক্ষিণ আরফ্রিকার মুখোমুখি হচ্ছে আসর থেকে ইতিমধ্যেই ছিটকে পড়া ইংল্যান্ড। দুপুর ৩টায় গ্রুপ বি’র এই ম্যাচ অনুষ্ঠিত হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে।

এই ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে জস বাটলারের ইংল্যান্ডের অধিনায়কত্ব। শক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি ব্যাপারটি নিশ্চিত করেন। শেষবারের মতো ইংলিশদের জার্সিতে টস করতে নেমে জয় লাভ করেন বাটলার। এই ৩৪ বছর বয়সী কিপার ব্যাটসম্যান প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।  

বাটলার বলেন, “উইকেট বেশ ভালো মনে হচ্ছে, যদিও কিছু ফাটল রয়েছে।” তিনি যোগ করেন যে, আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার খেলার ধরন এই ম্যাচে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করার ভাবনাকে প্রভাবিত করেছে।

আরো পড়ুন:

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বাটলার বলেন, “মনে হয়েছিল সরে দাঁড়ানোর সঠিক সময়, অপেক্ষা করে সিদ্ধান্ত নেবার দরকার ছিল না। সময় এসেছে এগিয়ে যাওয়ার। শেষবারের মতো নেতৃত্ব দিতে পেরে সম্মানিত বোধ করছি। ভালো পারফরম্যান্স দিয়ে বিদায় নিতে চাই।”

ইংল্যান্ড দলে একটি মাত্র পরিবর্তন। মার্ক উডের পরিবর্তে সাকিব মাহমুদ দলে এসেছেন।

তবে, দক্ষিণ আফ্রিকাকে তাদের অধিনায়কই পরিবর্তন করে ফেলতে হয়েছে। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা অসুস্থতার কারণে খেলছেন না। প্রোটিয়াদের হয়ে টস করতে নেমেছেন এইডেন মার্করাম। ওপেনার টনি ডি জর্জিও অসুস্থ, তাই ট্রিস্টান স্টাবস ওপেনিং করবেন। অন্যদিকে দলের সবচেয়ে বড় নাম হাইনরিখ ক্লাসেন চোট কাটিয়ে ফিরছেন একাদশে। মার্করাম বলেন, “শক্তিশালী ইংলিশদের বিপক্ষে রান তাড়া করতে হবে বলে আমি হতাশ নয়।”

ইংল্যান্ড: ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটকিপার), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (ক্যাপ্টেন, লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা: রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি। 

ঢাকা/নাভিদ


সর্বশেষ

পাঠকপ্রিয়