ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

পয়েন্টে শীর্ষে বার্সা, গোলে লেভানডোফস্কি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৩ মার্চ ২০২৫   আপডেট: ১৩:৩০, ৩ মার্চ ২০২৫
পয়েন্টে শীর্ষে বার্সা, গোলে লেভানডোফস্কি

রোববার (০২ মার্চ) রাতে স্প্যানিশ লা লিগায় নিজেদের ২৬তম ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে তারা ৪-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। বার্সার হয়ে গোল পেয়েছেন জেরার্ড মার্টিন (২৫ মি.), মার্ক কাসাদো (২৯ মি.), রোনাল্দ আরাউহো (৫৬ মি.) ও রবার্ট লেভানডোফস্কি (৬০ মি.)।

এই জয়ে ২৬ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট সংগ্রহ করে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে কাতালানরা। সমান ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দ্বিতীয় ও ৫৪ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তৃতীয় স্থানে।

লা লিগার পয়েন্ট টেবিলে যেমন শীর্ষে বার্সেলোনা, তেমনি লা লিগার সর্বোাচ্চ গোলদাতাদের তালিকায়ও শীর্ষে আছেন লেভানডোফস্কি। তিনি কাতালানদের জার্সি গায়ে এ পর্যন্ত ২৪ ম্যাচে মাঠে নেমে ২০ গোল করে শীর্ষে আছেন। সমান ম্যাচ খেলে রিয়ালের কিলিয়ান এমবাপ্পে ১৭ গোল করে আছেন দ্বিতীয় স্থানে।

আরো পড়ুন:

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৪০ ম্যাচ খেলে বার্সেলোনা রেকর্ড ১২৪ গোল করেছে। তাদের আগে ১৯৫৯-৬০ মৌসুমে রিয়াল মাদ্রিদ এক মৌসুমে ৪০ ম্যাচ খেলে করেছিল ১৩২ গোল। তার সঙ্গে লেভানডোফস্কিও আছেন। তিনি সব ধরনের প্রতিযোগিতায় ৩৭ ম্যাচে মাঠে নেমে গোল করেছেন ৩৪টি। যা ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়