ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩০ পেরিয়ে আরও শক্তিশালী রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৮ মার্চ ২০২৫   আপডেট: ১২:১২, ৮ মার্চ ২০২৫
৩০ পেরিয়ে আরও শক্তিশালী রোনালদো

সৌদি প্রো লিগের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো শুক্রবার (৭ মার্চ, ২০২৫) দিবাগত রাতে আল শাবাবের বিপক্ষে জালের দেখা পেলেন, যেটি তার ক্যারিয়ারের ৯২৬ তম গোল। এই পর্তুগিজ তারকার বয়স যখন ৩০ অতিক্রম করে, তখন তার গোল সংখ্যা ছিল ৪৬৩টি। অর্থাৎ যে বয়সে মানুষ সর্বোচ্চ এক দেড়শ গোল পায় (৩০ এর পর), সেই বয়সে রোনালদো গোল করেছেন যৌবনকালের সমান ৪৬৩টি।

রোনালদো শাবাবের বিপক্ষে যখন গোল করেন তখন বাংলাদেশ সময় রাত ১২টা অতিক্রম করে ফেলেছে। অর্থাৎ ৮ মার্চ, বিশ্ব নারী দিবস। আর এ দিনে বাঙালিদের সবচেয়ে বেশি যে লাইনটা চোখের সামনে আসে তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের- বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পঙক্তিটাই রোনালদোর ৯২৬ নাম্বার গোলের পর একটু বদলে বলা যায়- অর্ধেক তার ৩০ এর আগে অর্ধেক তার পর।

আরো পড়ুন:

ঘরের মাঠ আল আওয়াল পার্কে রোনালদো অবশ্য গোল করেও জিতাতে পারেননি দলকে। আল শাবাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ১০ জনের আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ের ২ ও ১১ মিনিটে নাসরের হয়ে গোল দুটি করেন আয়মান ইয়াহিয়া ও রোনালদো। তবে বিরতির পর খেলা শুরু হলে ৭ মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখেন নাসরের ডিফেন্ডার আল ফাতিহ। প্রতিপক্ষের এক জন কমে যাওয়ার সুযোগ ২টি গোল করে ম্যাচ ড্র করে শাবাব।

ফলে সৌদি প্রো লিগে বাজে সময় শেষ হলো না আল নাসরের। ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে দলটি। শীর্ষে থাকা আল-ইত্তিহাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১০। ফলে এ মৌসুমেও শিরোপার আশা একপ্রকার শেষ রোনালদোদের।

তবে দল ছন্দে না থাকলেও রোনালদো ঠিকই ছন্দে আছেন। সব মিলিয়ে চলতি মৌসুমে আল নাসরের হয়ে ৩১ ম্যাচ খেলে ২৬ গোল করার পাশাপাশি ৪ অ্যাসিস্ট করেছেন পর্তুগিজ মহাতারকা। ৫ বারের ব্যালন ডি-অর জয়ী তারকা ২০২৩ সালেসৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত করেছেন ৯০ গোল।

ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচটি ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। যার মাঝে তিনটিতেই তার গোল সংখ্যা তিন অঙ্ক ছুঁয়েছে। রিয়াল মাদ্রিদে করেছেন ৪৫০ গোল, ম্যানচেস্টার ইউনাইটেডে দুই ধাপে আছে ১৪৫টি আর জুভেন্টাসে গোল সংখ্যা ১০১টি। আল নাসরে একশ হতে দেরি নেই। কেবল তিন অংক ছুঁতে পারেননি শৈশবের ক্লাব স্পোর্টিং লিসবনে।

ঢাকা/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়