রোনালদোর নৈপুণ্যে আল নাসরের জয়

বয়স ৩০ এর ঘরে যাওয়ার আগে করেছিলেন ৪৬৩ গোল। অথচ বয়সের কোটা ৩০ পেরিয়ে যাওয়ার পর গোল করেছেন তারও বেশি! দিন কয়েক আগেই এই মাইলফক ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই পর্তুগিজ তারকা তার গোল করার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন গত রাতেও।
শুক্রবার (১৪ মার্চ, ২০২৫) দিবাগত রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-খলুদকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে আল-নাসর। এই ম্যাচে আল নাসরের জয়ে দারুণ ভূমিকা রেখেছেন রোনালদো। করেছেন দলের হয়ে প্রথম গোলটি। ফলে ৫ বারের ব্যালন ডি-অর জয়ী তারকার গোল সংখ্যা এখন ৯২৮টি। ক্যারিয়ার ‘১০০০’ গোল থেকে তিনি ৭২ গোল দূরে।
ঘরের মাঠ আল আওয়াল পার্কের দর্শকরা তখনও ঠিকঠাক বসতে পারেননি নিজেদের চেয়ারে। তার আগেই গোল। ম্যাচের চতুর্থ মিনিটে গোল করেন ৪০ বছর বয়সী রোনালদো। এই মৌসুমে এটি তার ১৯তম লিগ গোল। ছয় গজ দূরে জটলাতে বল পেয়ে রোনালদো কোনো ভুল করলেন না বলটি জালে পাঠাতে।
মিনিট পাঁচেক পরে সফরকারী দল আল-খলুদের মিজিয়ান মাওলিদা গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। ম্যাচের ২৬ মিনিটে সাদিও মেনে আল নাসরের ব্যবধান দ্বিগুন করেন। রোনালদো মধ্যমাঠ থেকে সালেম আল নাজদিকে থ্রুবল দেন। এই তরুণ লেফট ব্যাক ক্রস করলে দারুণ দক্ষতায় তা জালে পাঠান সাবেল লিভারপুল তারকা মানে।
প্রথমার্ধেই আগেই কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরান ব্যবধান ৩-০ করে স্বাগতিকদের জয়ের নিশ্চয়তা এনে দেন। বিরতির পরপরই স্বাগতিকরা কিছুটা স্তব্ধ হয়ে যায়। ম্যাচের ৫৬ মিনিটে আল নাসরের রাইট ব্যাক নওয়াফ বোশাইল দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশ জনে পরিণত হয় তারা। খেলা শেষ হওয়ার ১৮ মিনিট আগে আলী লাজামির আত্মঘাতী গোল কিছুটা উদ্বেগের কারণ তৈরি করেছিল আল নাসরের। তবে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এই জয়ের ফলে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। ২৫ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫১। সমান সংখ্যক ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট নিয়েও, গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে চতুর্থ স্থানে আল কুয়াদাসিয়া। ২৫ ম্যাচ শেষে শীর্ষে অবস্থান করছে আল ইত্তিহাদ। অন্যদিকে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হইলাল খেলেছে এক ম্যাচ কম।
ঢাকা/নাভিদ