ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

আজিজুলের ফিফটি, লিটনের ২২, গুলশানের শেষ হাসি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ১৬ মার্চ ২০২৫  
আজিজুলের ফিফটি, লিটনের ২২, গুলশানের শেষ হাসি

আগের ম্যাচে ফিফটি পেলেও এবার থামতে হয়েছে আগেই। অভিজ্ঞ লিটন দাস হাল ধরতে না পারলেও তরুণ আজিজুল হক তামিমের ব্যাটে ভর করে শেষ হাসি হেসেছে গুলশান ক্রিকেট ক্লাব।

রোববার (১৬ মার্চ, ২০২৫) মিরপুর শের-ই-বাংলায় পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২২১ রান করে গুলশান। তাড়া করতে নেমে মাত্র ১৬৪ রানে অলআউট হয় পারটেক্স। ৫৭ রানের জয়ে শেষ হাসি হাসে গুলশান।

সর্বোচ্চ ৩০ রান করেন রবিউল ইসলাম রবি। ২৯ রান আসে জয়রাজ শেখের ব্যাট থেকে। ১৯ রান করেন আদিল। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ছোট লক্ষ্য হলেও কাছেই যেতে পারেনি পারটেক্স।

আরো পড়ুন:

গুলশানের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন আসাদুজ্জামান পায়েল, নিহাদ উজ্জামান ও নাঈম ইসলাম।

এর আগে গুলশানের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন আজিজুল হক তামিম। ৭৯ বলে ৬টি চার ও ৩টি ছয়ের মারে ইনিংসটি সাজান তিনি। তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

এ ছাড়া ৩২ রান করেন ইফতিখার হোসেন ইফতি। আগের ম্যাচে ৬০ রান করা লিটন আউট হন ২২ রানে। পারটেক্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তৌফিক আহমেদ।

ঢাকা/রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়