স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা
দুই রাউন্ড শেষে শীর্ষে ২৯ জন

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে চলছে ‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫।’’ আজ রোববার (১৬ মার্চ, ২০২৫) প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়।
দুই রাউন্ড শেষে ২৯ জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে জন খেলোয়াড় পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, অনত চৌধুরী, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, স্বর্নাভো চৌধুরী, ফিদে মাস্টার মো. শরীফ হোসেন, ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীয়তউল্লাহ, গোলাম মোস্তফা ভূঁইয়া, মো. নাসির উদ্দিন;
ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, নীলয় দেবনাথ, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, আব্দুল মোমিন, ফিদে মাস্টার মো. সায়েফ উদ্দীন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, রায়ান রশিদ মুগ্ধ, শেখ রাশেদুল হাসান, অভিজিৎ বড়ুয়া, মিহির লাল দাস, মো. জাকির হোসেন, রুবেল হোসেন, আফজাল হোসেন সাচ্চু, মোহাম্মদ শামীম, দেলোয়ার হোসেন, রিয়াসাত-ই-নূর।
আগামীকাল সোমবার (১৭ মার্চ, ২০২৫) দুপুর ২টা থেকে একই স্থানে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
এবারের প্রতিযোগিতায় ১৪২ জন দাবাড়ু অংশ নিয়েছেন। ৯ দিনব্যাপী এই প্রতিযোগিতা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিজয়ীদের মোট নগদ দেড় লাখ টাকা এবং ওয়ালটন পণ্য সামগ্রী অর্থ পুরস্কার দেওয়া হবে।
ঢাকা/আমিনুল