ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা

পাঁচ রাউন্ড শেষে শীর্ষে মিনহাজ-সুব্রত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ১৯ মার্চ ২০২৫  
পাঁচ রাউন্ড শেষে শীর্ষে মিনহাজ-সুব্রত

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে চলছে ‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫।’ আজ বুধবার (১৯ মার্চ, ২০২৫) প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের খেলা বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়।

পাঁচ রাউন্ড শেষে শেষে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন ও তিতাস ক্লাবের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস পূর্ণ ৬ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।

সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ক্যান্ডিডেট মাস্টার মো. আবজিদ রহমান আছেন দ্বিতীয় স্থানে। চার পয়েন্ট করে নিয়ে ১৫ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থান রয়েছেন। এরা হলেন- আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, অনত চৌধুরী, স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীয়তউল্লাহ, রায়ান রশিদ মুগ্ধ, মো. জাকির হোসেন, নীলয় দেবনাথ, মিহির লাল দাস, আফজাল হোসেন সাচ্চু, মো. টিপু সুলতান আব্দুল মোমিন, কাজী সাইফ, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজিদুল হক, মোহাম্মদ হাসান মিয়া ও সিয়াম চৌধুরী।, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও স্বর্নাভো চৌধুরী।

আরো পড়ুন:

আগামীকাল বৃহস্পতিার দুপুর ২টা থেকে একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।

এবারের প্রতিযোগিতায় ১৪২ জন দাবাড়ু অংশ নিয়েছেন। ৯ দিনব্যাপী এই প্রতিযোগিতা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিজয়ীদের মোট নগদ দেড় লাখ টাকা এবং ওয়ালটন পণ্য সামগ্রী অর্থ পুরস্কার দেওয়া হবে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়