ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

কলম্বিয়ার সামনে ছন্দহীন ব্রাজিল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ২০ মার্চ ২০২৫   আপডেট: ১৩:০৬, ২০ মার্চ ২০২৫
কলম্বিয়ার সামনে ছন্দহীন ব্রাজিল

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর দক্ষিণ আমেরিকার বাছাই ম্যাচগুলি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছে। এবারের আন্তর্জাতিক বিরতিতে বেশ কিছু বড় ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে কয়েকটি দলের বিশ্বকাপ খেলা নির্ধারিত হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবারের দুই রাউন্ড।

শুক্রবার (২১ মার্চ, ২০২৫) বাংলাদেশ সময় সকালে দক্ষিণ আমেরিকার বাছাইয়ে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটার দিকে নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

আরো পড়ুন:

আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাছাইয়ে ব্রাজিল বেশ কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়েই যাচ্ছে। প্রতিভায় পূর্ণ একটি স্কোয়াড থাকা সত্ত্বেও, তারা পয়েন্ট টেবিলের শীর্ষ তিনের বাইরে। ২০২৪ সালের কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর, ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র এবং কিছু খেলোয়াড়কে কেন্দ্র করে সমালোচনা তুঙ্গে পৌঁছে।

এসবের মাঝেই শুক্রবার সকালে কলম্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বর্তমানে সেলেসাওরা ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। ১২ রাউন্ডের খেলা শেষে তাদের ৫ জয়ের পাশাপাশি আছে ৩টি ড্র। দরিভালের দল হেরেছে ৪ ম্যাচে।

অন্যদিকে, কলম্বিয়া ভালো ছন্দেই রয়েছে। কোচ জেমস রদ্রিগুয়েজের অধীনে তারা কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছিল। যদিও আর্জেন্টিনার বিপক্ষে হারতে হয় তাদের। বিশ্বকাপ বাছাইয়েও তারা ভালো অবস্থানে আছে। ১২ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ স্থানে রয়েছে।

ব্রাজিলিয়ান ভক্তরা এই আন্তর্জাতিক বিরতিতে নেইমারের জাতীয় দলে ফিরার আশা করেছিলেন। এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন। এই চোটের কারণে এক বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। যদিও শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসা কিছু আশা জাগিয়েছিলেন নেইমার। তবে আবারও পেশীর চোটে পড়ায় জাতীয় দলে তার প্রত্যাবর্তনটা দীর্ঘায়িত হলো।

নেইমারের অনুপস্থিতিতে দরিভাল আক্রমণভাগে রাখবেন ভিনিসিয়াস, রদ্রিগো এবং রাফিনহাকে। ব্রাজিলের সম্ভাব্য একাদশে গোল বারের নিচে আলিসন বেকারের থাকাটা নিশ্চিত। ডিফেন্স লাইনে দেখা যেতে পারে ভান্ডারসন, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, গুইলহেরমে আরানাকে। মধ্যমাঠে অবশ্যই থাকবেন ব্রুনো গুইমারায়েস ও জারসন। আক্রমণ ভাগে রাফিনহা, রদ্রিগো, সাভিনহো এবং ভিনিসিয়াস জুনিয়র।

ব্রাজিলের ২০২৫ সালের সূচি সব বড় ম্যাচে ঠাসা। শুক্রবার সকালে ঘরের মাঠ মানে গারিনচা স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর, সেলেসাওরা খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়