ঈদের আগে লিগে ফিরবেন মাহমুদউল্লাহ

ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম রাউন্ডে খেলার পর মাঠে দেখা যায়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। কাফ মাসলের পুরোনো চোটে পড়ায় মাহমুদউল্লাহকে মাঠে নামায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে ঈদের আগেই মাহমুদউল্লাহকে পাবে মোহামেডান।
আগামী ২৪ মার্চ ঢাকা লিগের অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে। বিকেএসপিতে মোহামেডানের প্রতিপক্ষ শাইনপুকুর স্পোর্টিং ক্লাব। মাহমুদউল্লাহ সেই ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন বলে নিশ্চিত করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এক কর্মকর্তা। রাইজিংবিডিকে বলেছেন, ‘‘কাফ মাসলের চোটে পাঁচ ম্যাচ মিস করেছেন মাহমুদউল্লাহ। সপ্তম রাউন্ডের ম্যাচেও থাকতে পারছেন না। তাকে আমরা ২৪ মার্চ মাঠে পাবো।’’
তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, মিরাজ, তাওহীদ, তাসকিনদের নিয়ে ঘর গুছিয়েছে মোহামেডান। লিগে ছয় ম্যাচে চার জয় পেয়েছে তারা। হেরেছে দুই ম্যাচ। মাহমুদউল্লাহ প্রথম রাউন্ডে খেলেছিলেন গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। হেরে যাওয়া ম্যাচে হাসেনি মাহমুদউল্লাহর ব্যাট। ১০ রানে থেমে যায় তার ইনিংস। এরপর তাকে আর মাঠে দেখা যায়নি। সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ মার্চ মাঠে ফিরবেন তিনি।
ঢাকা/ইয়াসিন/আমিনুল