ঢাকা     রোববার   ২৩ মার্চ ২০২৫ ||  চৈত্র ১০ ১৪৩১

হাসানের দ্রুততম সেঞ্চুরিতে কিউইদের উড়িয়ে দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ২১ মার্চ ২০২৫   আপডেট: ১৯:১৬, ২১ মার্চ ২০২৫
হাসানের দ্রুততম সেঞ্চুরিতে কিউইদের উড়িয়ে দিল পাকিস্তান

পাকিস্তানের জার্সিতে এটি ছিল হাসান নাওয়াজের তৃতীয় ম্যাচ। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই অভিষিক্ত হয়েছিলেন এই ওপেনিং ব্যাটসম্যান। আর নেমেই করলেন দেশটির জার্সিতে দ্রুততম সেঞ্চুরি।

শুক্রবার (২১ মার্চ) অ্যাকল্যান্ডের এডেন পার্কে বাঁচামরার লড়াইয়ে টস জিতে, পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। মার্ক চ্যাপম্যানের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে, সবকটি উইকেট হারিয়ে ২০৪ রানের বিশাল পুঁজি পায় নিউ জিল্যান্ড। জবাবে ওপেনার হাসানের হার না মানা ৪৫ বলে ১০৫ রানের কল্যাণে, ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান। সালমানের দল ১৬ ওভারেই ১ উইকেট হারিয়ে ২০৭ রান করে। নিউজিল্যান্ডের জন্য এটি ছিল টি-টোয়েন্টিতে উইকেটের হিসেবে সবচেয়ে বড় পরাজয়।

প্রথমে ব্যাট করতে নেমে চ্যাপম্যান ও অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ছাড়া নিউ জিল্যান্ডের অন্য কেউই ইনিংস বড় করতে পারেননি। প্রায় ২১৪ স্ট্রাইকরেটে চ্যাপম্যান করেন ৪৪ বলে ৯৪ রান। এই বাঁহাতি ব্যাটসম্যান ১১টি চার ও ৪টি ছক্কায় তার ইনিংসটি সাজান।

আরো পড়ুন:

কিউই কাপ্তান ব্রেসওয়েল করেন ১৮ বলে ৩১ রান। অন্যদিকে টিম সেইফার্টের ব্যাট থেকে আসে ১৯ রান। এর পরও স্বাগতিকরা গোটা ২০ ওভার ব্যাট করতে পারেনি। অলআউট হয় এক বল আগে। হারিস রাউফ ২৯ রান খরচায় নেন ৩ উইকেট।

রান তাড়ায় নেমে প্রথম থেকেই চালিয়ে খেলতে থাকে পাকিস্তান। পোয়ার’প্লে শেষ হওয়ার এক বল আগে দলীয় ৭৪ রানে আউট হন মোহাম্মদ হারিস। এই ওপেনার ২০ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় করেন ৪১ রান।

প্রথম দু’ম্যাচে ডাক করা হাসান, এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে রানের খাতা খুলেন, তুলে নেন সেঞ্চুরি। যেখানে তিনি সহায়তা পান অধিনায়ক সালমানের। পাকিস্তান কাপ্তান ৩১ বলে করেন ৫১ রান। যেখানি ছিল ৬টি চার ও ২টি ছক্কার মার। দুজন মিলে গড়েন অপরাজিত ১৩৩ রানের জুটি।

সেঞ্চুরিয়ান ও ম্যাচ সেরা হাসান বলেন, “আমি প্রথম দুটি ম্যাচে ব্যর্থ হয়েছিলাম। আমি দলকে ধন্যবাদ জানাই যে, তারা আমাকে সমর্থন করেছে। যখন ব্যাট করতে গিয়েছিলাম, আমি আমার প্রথম আন্তর্জাতিক রান করতে চাইছিলাম। প্রথম রান করার পর চাপ মুক্ত হয়ে গিয়েছিল। পরে ম্যাচটি জিততে চেয়েছিলাম।”

হাসান ৪৪ বলের তিন অংকে পৌঁছান, যা পাকিস্তানের পক্ষে সবচেয়ে দ্রুততম। এই ২২ বছর বয়সী ব্যাটসম্যান ভেঙে দিয়েছেন ২০২১ সালে করা বাবর আজমের ৪৯ বলের সেঞ্চুরির রেকর্ড।

ঢাকা/নাভিদ


সর্বশেষ

পাঠকপ্রিয়