ঢাকা     সোমবার   ২৪ মার্চ ২০২৫ ||  চৈত্র ১১ ১৪৩১

আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ ইরফান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ২২ মার্চ ২০২৫   আপডেট: ১৯:৪৮, ২২ মার্চ ২০২৫
আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ ইরফান

ভারতের যে কজন বিতর্কিত ক্রিকেট বিশেষজ্ঞ আছেন, ইরফান পাঠান তাদের মাঝে অন্যতম। ২০২৩ বিশ্বকাপের সময় পাকিস্তান দলের হার নিয়ে মজা করার পর হয়েছিলেন সমালোচিত। সাবেক এই বাঁহাতি পেসারকে এবারের আইপিএলের ধারাভাষ্য থেকে বাদ দেওয়া হয়েছে। কয়েক জন ক্রিকেটারের অভিযোদের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আইপিএলে ধারাভাষ্যকারদের তালিকায় ইরফানের নাম শেষ কয়েক বছর নিয়মিত ছিল। তবে ধারাভাষ্যের সময় কয়েক জন ক্রিকেটারের বিপক্ষে ব্যক্তিগত রাগ প্রকাশ করতেন তিনি। সেই কারণেই এই শাস্তির খড়গ নেমে এসেছে।

ধারাভাষ্যের নিয়ম হচ্ছে, নিরপেক্ষ বিশ্লেষণ করা। তাই যুক্তিসঙ্গত সমালোচনা স্বাভাবিক। তবে গত দুই বছর ধরে, কিছু ক্রিকেটারের লাগাতার সমালোচনা করছিলেন ইরফান। বোর্ডার-গাভাস্কার সিরিজ়ে ইরফান এক ক্রিকেটারের প্রচুর সমালোচনা করেন। পরবর্তীতে সেই ক্রিকেটার রাগে ইরফানের মোবাইল নাম্বর ব্লক করে দিয়েছেন।

আরো পড়ুন:

বিসিসিআইয়ের এক সূত্রের মাধ্যমে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরফানকে আগে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি। গত দুই বছর ধরে লাগাতার এই ঘটনা ঘটছে। তিনি ব্যক্তিগত বিষয় ধারাভাষ্যের সময় তুলে ধরছেন। তার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়