ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

কোহলি-সল্টে উড়ে গেল শাহরুখের কলকাতা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২৩ মার্চ ২০২৫   আপডেট: ১২:৫১, ২৩ মার্চ ২০২৫
কোহলি-সল্টে উড়ে গেল শাহরুখের কলকাতা

আইপিএল ইতিহাসের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল র‍য়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই ম্যাচটা হয়েছিল বেঙ্গালুরুর চিন্নাস্বমী স্টেডিয়ামে। শনিবার (২২ মার্চ) ১৮তম আসরে এসে আবারও শুরুর ম্যাচটা অনুষ্ঠিত হলো এই দুই দলের মাঝে। তবে কলকাতা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ায়, গতকালের ভেন্যু ছিল ইডেন গার্ডেন্স।

টস জিতে আরসিবি কাপ্তান রজত পাতিদাল কেকেআরকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান করে কলকাতা। জবাবে ১৬.২ ওভার খেলেই ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করে ফেলে বেঙ্গালুরু। হেসেখেলে তুলে নেয় ৭ উইকেটের জয়।

আরো পড়ুন:

ম্যাচ শুরুর আগে ইডেনে হয়ে যায় চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান। বসেছিল চাঁদের মেলা। দিশা পাটানির নাচে ও শ্রেয়া ঘোষাল গানে মাতিয়ে দেন গোটা স্টেডিয়াম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেতা ও কেকেয়ার স্বত্বাধিকারী শাহরুখ খান। বলিউড বাদশাহর খুনসুটি ও নাচের সঙ্গী ছিলেন বিরাট কোহলি ও রিংকু সিং।

ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর শুরুটা দারুণ করেছিল। প্রথম ওভারেই কুইন্টন ডি ককের উইকেট হারালেও, রানের চাকা চলতে থাকে কলকাতার। দ্বিতীয় উইকেট জুটিতে দারুণভাবে কলকাতাকে এগিয়ে নেন সুনীল নারিন ও অধিনায়ক আজিঙ্কা রাহানে। এ দুজন মিলে গড়েন ৫৫ বলে ১০৩ রানের জুটি। রাহানে ৫৬ রান করেন অন্যদিকে নারিনের সংগ্রহ ছিল ৪৪ রান। বল হাতে কুনাল পান্ডিয়া নেন ৩ উইকেট। জস হ্যাজেলউডের শিকার ২ উইকেট।

রান তাড়া করতে নেমে বিরাট কোহলি এবং ফিল সল্টের উপর ভর করে জয়ের বন্দরে সহজে পৌঁছে যায় বেঙ্গালুরু। এই দুই ব্যাটসম্যান প্রথম উইকেটেই ৯৫ রানের জুটি গড়েন। সল্ট ৫৬ রান করে আউট হয়ে গেলেও, বিরাট শেষপর্যন্ত ৫৯ রানে অপরাজিত থাকেন। ভারতের সাবেক এই অধিনায়ক এই ইনিংস খেলার পথে ৩৮ রান করার পরই আইপিএলে কলকাতার বিপক্ষে এক হাজার রানের কীর্তি গড়েন।

প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে চারটি দলের বিপক্ষে এক হাজারের বেশি রান করলেন কোহলি। এর আগে দিল্লী ক্যাপিটালস(১০৫৭ রান), চেন্নাই সুপার কিংসের (১০৫৩ রান) ও পাঞ্জাব কিংসের (১০৩০ রান) বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন কোহলি। একই সাথে এটি ছিল তার ক্যারিয়ারের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ। তাছাড়া কলকাতা-বেঙ্গালুরু প্রথম আসরের প্রথম লড়াইয়ে অংশ নেওয়া কোহলিই একমাত্র ক্রিকেটকার, যিনি এখনও খেলছেন।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়